ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার রাজধানীর তিন পয়েন্ট অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠবেন বিরাট, আশাবাদী রোহিত

আকাশ স্পোর্টস ডেস্ক :

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সবচেয়ে আলোচিত নাম বিরাট কোহলি। বরাবরই অস্ট্রেলিয়ার মাটিতে তার ব্যাট হাতে পারফরম্যান্স নজর কেড়েছে। কিন্তু বিগত ৫ বছরে টেস্ট ক্রিকেটে সেইভাবে দাগ কাটতে পারেননি এই তারকা ব্যাটসম্যান। ২০২৪ সালটা আরও খারাপ যাচ্ছে তার। টি-২০ বিশ্বকাপ জয় ছাড়া আর কোনো সাফল্য পাননি এই ব্যাটার। সব ফরম্যাটেই ব্যাট হাতে এবছর ব্যর্থ হয়েছেন বিরাট। টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত চলতি বছরে ১৭ ইনিংসে রান করেছেন ৩৭৬। এই সময় পেয়েছেন মাত্র ১টি সেঞ্চুরি এবং ১টি হাফ সেঞ্চুরি। ব্যাটিং ব্যর্থতার কারণে তার ব্যাটিং গড় গিয়ে দাঁড়িয়েছে ২৫.০৬। এটি বিরাটের এক ক্যালেন্ডার বছরের সবচেয়ে খারাপ পরিসংখ্যান। এর আগে ২০২২ সালেও তার ব্যাটিং গড় ছিল ২৫.০৬।

এখনো পর্যন্ত বর্ডার গাভাসকর ট্রফিতে ৩ টেস্টের ৫ ইনিংসে যথাক্রমে ৫, ১০০*, ৭, ১১ এবং ৩ রান করেছেন বিরাট। ব্যাটিং গড় ৩১.৫০। তবে বিরাট কোহলি সিরিজের বাকি দুটি টেস্টে ঘুরে দাঁড়াবেন বলে বেশ আশাবাদী রোহিত শর্মা। তিনি বলেন, ‘আধুনিক দিনের কিংবদন্তিরা কঠিন সময় কাটিয়ে ওঠার পথ জানে’।

অন্য দিকে টেস্ট ক্রিকেটে শেষ ১৩ ইনিংসে রোহিতের পরিসংখ্যান যথেষ্ট চিন্তাজনক। এই সময় তিনি রান করেছেন মাত্র ১৫২, গড় ১১.৮৩। এই সময়ে রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র একটি হাফ সেঞ্চুরি। এখনো পর্যন্ত এই সিরিজে ৩ ইনিংসে ব্যাট করেছেন তিনি। রান করেছেন যথাক্রমে ১০, ৩ এবং ৬। পারিবারিক কারণে প্রথম টেস্টে খেলেননি তিনি।

এদিন বক্সিং ডে টেস্টের ব্যাটিং অর্ডার সম্পর্কে রোহিতকে জিজ্ঞেস করা হলে মুখ খুলতে চাননি তিনি। রোহিত বলেন, ‘কে কোথায় ব্যাট করবে সেটা গুরুত্বপূর্ণ নয়। এটা এমন কোনো বিষয় নয় যেটি নিয়ে চিন্তা করার আছে বা এখানে আলোচনা করার আছে। আমরা সেটাই করব যেটা দলের স্বার্থে ভালো হবে।’

উল্লেখ্য, এখনো পর্যন্ত বর্ডার গাভাসকর ট্রফিতে ৩টি টেস্ট খেলা হয়েছে। পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২৯৫ রানে জয় পেয়েছিল ভারত। অ্যাডিলেডে ১০ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। গাব্বা টেস্ট ড্র ঘোষিত হয়ে যাওয়ার কারণে এখন সিরিজের ফলাফল ১-১। সেই কারণে মেলবোর্নে জিতে লিড নিতে মরিয়া দুই দল। আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে দুই দলকেই এই সিরিজ জিততে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় মামলা তুলে না নেওয়ায় সাক্ষীকে হত্যা

ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠবেন বিরাট, আশাবাদী রোহিত

আপডেট সময় ০৫:৪৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সবচেয়ে আলোচিত নাম বিরাট কোহলি। বরাবরই অস্ট্রেলিয়ার মাটিতে তার ব্যাট হাতে পারফরম্যান্স নজর কেড়েছে। কিন্তু বিগত ৫ বছরে টেস্ট ক্রিকেটে সেইভাবে দাগ কাটতে পারেননি এই তারকা ব্যাটসম্যান। ২০২৪ সালটা আরও খারাপ যাচ্ছে তার। টি-২০ বিশ্বকাপ জয় ছাড়া আর কোনো সাফল্য পাননি এই ব্যাটার। সব ফরম্যাটেই ব্যাট হাতে এবছর ব্যর্থ হয়েছেন বিরাট। টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত চলতি বছরে ১৭ ইনিংসে রান করেছেন ৩৭৬। এই সময় পেয়েছেন মাত্র ১টি সেঞ্চুরি এবং ১টি হাফ সেঞ্চুরি। ব্যাটিং ব্যর্থতার কারণে তার ব্যাটিং গড় গিয়ে দাঁড়িয়েছে ২৫.০৬। এটি বিরাটের এক ক্যালেন্ডার বছরের সবচেয়ে খারাপ পরিসংখ্যান। এর আগে ২০২২ সালেও তার ব্যাটিং গড় ছিল ২৫.০৬।

এখনো পর্যন্ত বর্ডার গাভাসকর ট্রফিতে ৩ টেস্টের ৫ ইনিংসে যথাক্রমে ৫, ১০০*, ৭, ১১ এবং ৩ রান করেছেন বিরাট। ব্যাটিং গড় ৩১.৫০। তবে বিরাট কোহলি সিরিজের বাকি দুটি টেস্টে ঘুরে দাঁড়াবেন বলে বেশ আশাবাদী রোহিত শর্মা। তিনি বলেন, ‘আধুনিক দিনের কিংবদন্তিরা কঠিন সময় কাটিয়ে ওঠার পথ জানে’।

অন্য দিকে টেস্ট ক্রিকেটে শেষ ১৩ ইনিংসে রোহিতের পরিসংখ্যান যথেষ্ট চিন্তাজনক। এই সময় তিনি রান করেছেন মাত্র ১৫২, গড় ১১.৮৩। এই সময়ে রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র একটি হাফ সেঞ্চুরি। এখনো পর্যন্ত এই সিরিজে ৩ ইনিংসে ব্যাট করেছেন তিনি। রান করেছেন যথাক্রমে ১০, ৩ এবং ৬। পারিবারিক কারণে প্রথম টেস্টে খেলেননি তিনি।

এদিন বক্সিং ডে টেস্টের ব্যাটিং অর্ডার সম্পর্কে রোহিতকে জিজ্ঞেস করা হলে মুখ খুলতে চাননি তিনি। রোহিত বলেন, ‘কে কোথায় ব্যাট করবে সেটা গুরুত্বপূর্ণ নয়। এটা এমন কোনো বিষয় নয় যেটি নিয়ে চিন্তা করার আছে বা এখানে আলোচনা করার আছে। আমরা সেটাই করব যেটা দলের স্বার্থে ভালো হবে।’

উল্লেখ্য, এখনো পর্যন্ত বর্ডার গাভাসকর ট্রফিতে ৩টি টেস্ট খেলা হয়েছে। পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২৯৫ রানে জয় পেয়েছিল ভারত। অ্যাডিলেডে ১০ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। গাব্বা টেস্ট ড্র ঘোষিত হয়ে যাওয়ার কারণে এখন সিরিজের ফলাফল ১-১। সেই কারণে মেলবোর্নে জিতে লিড নিতে মরিয়া দুই দল। আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে দুই দলকেই এই সিরিজ জিততে হবে।