ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস আবারও ঢাকায় শিক্ষার্থীদের অবরোধ, মানুষের ভোগান্তি ‘আগামীতে যারা ক্ষমতায় যাবেন তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করেন’:নজরুল ইসলাম নির্বাচনে কোনও ব্যাঘাত ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে: শামসুজ্জামান দুদু নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত

এক মাসের মধ্যে সেবায় উন্নতি না হলে বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা’:ফাওজুল কবির

আকাশ জাতীয় ডেস্ক :

আগামী এক মাসের মধ্যে সেবায় উন্নতি করতে না পারলে দেশের পরিবহন খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ সবস্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত ‌‘সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক এক সভায় এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সভাশেষে সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, বিআরটিএকে এক মাস সময় দেওয়া হয়েছে। অবস্থার উন্নতি করতে হবে। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিশ্চিত করতে হবে। ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় যেন চলতে না পারে সে ব্যবস্থা করতে হবে এবং ফিটনেস দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে বেসরকারি খাতের সহায়তা নিতে হবে।

ফাওজুল কবির বলেন, ঢাকায় যেসব জায়গায় যানজট হয়, সেগুলো চিহ্নিত করতে হবে। বিশেষ করে রেলক্রসিং ও ফ্লাইওভারে ওঠা-নামার স্থানে যানজট হয়। ট্রাফিক পুলিশকে দুই দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আগামী এক সপ্তাহের মধ্যে যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়। রাস্তার মধ্যে কোনো গাড়ি অবৈধ পার্কিংয়ের কারণে যানজট হলে, সেই গাড়িকে জরিমানার বদলে আটক করে নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, স্কুলবাস চালুর একটা প্রস্তাব আছে। এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেব। তাদের সঙ্গে বৈঠকে বসবো। এলোমেলো করে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে যে যানজট হয়, এর বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। পরিবহন মালিকেরা গুলশানে ঢাকা চাকা যেভাবে চলে, সে আদলে একটি পরিষেবা চালুর আশ্বাস দিয়েছেন।

ব্রিফিংয়ের এক পর্যায়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এহছানুল হক জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাস রুট র‍্যাশনালাইজেশনের আওতায় নয়টি রুটে পরীক্ষামূলকভাবে কোম্পানিভিত্তিক বাস পরিচালনা শুরু হবে।

পরে উপদেষ্টা ফাওজুল কবির জানান, মে মাসের মধ্যে ২০ বছরের পুরনো বাস ঢাকা থেকে তুলে দিতে হবে। এটা পরিবহন মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, তারা যদি এক্ষেত্রে ব্যাংক ঋণ পেতে আগ্রহী হয়, তাহলে সরকার তাদের সহযোগিতা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস

এক মাসের মধ্যে সেবায় উন্নতি না হলে বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা’:ফাওজুল কবির

আপডেট সময় ০৬:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

আগামী এক মাসের মধ্যে সেবায় উন্নতি করতে না পারলে দেশের পরিবহন খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ সবস্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত ‌‘সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক এক সভায় এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সভাশেষে সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, বিআরটিএকে এক মাস সময় দেওয়া হয়েছে। অবস্থার উন্নতি করতে হবে। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিশ্চিত করতে হবে। ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় যেন চলতে না পারে সে ব্যবস্থা করতে হবে এবং ফিটনেস দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে বেসরকারি খাতের সহায়তা নিতে হবে।

ফাওজুল কবির বলেন, ঢাকায় যেসব জায়গায় যানজট হয়, সেগুলো চিহ্নিত করতে হবে। বিশেষ করে রেলক্রসিং ও ফ্লাইওভারে ওঠা-নামার স্থানে যানজট হয়। ট্রাফিক পুলিশকে দুই দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আগামী এক সপ্তাহের মধ্যে যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়। রাস্তার মধ্যে কোনো গাড়ি অবৈধ পার্কিংয়ের কারণে যানজট হলে, সেই গাড়িকে জরিমানার বদলে আটক করে নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, স্কুলবাস চালুর একটা প্রস্তাব আছে। এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেব। তাদের সঙ্গে বৈঠকে বসবো। এলোমেলো করে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে যে যানজট হয়, এর বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। পরিবহন মালিকেরা গুলশানে ঢাকা চাকা যেভাবে চলে, সে আদলে একটি পরিষেবা চালুর আশ্বাস দিয়েছেন।

ব্রিফিংয়ের এক পর্যায়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এহছানুল হক জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাস রুট র‍্যাশনালাইজেশনের আওতায় নয়টি রুটে পরীক্ষামূলকভাবে কোম্পানিভিত্তিক বাস পরিচালনা শুরু হবে।

পরে উপদেষ্টা ফাওজুল কবির জানান, মে মাসের মধ্যে ২০ বছরের পুরনো বাস ঢাকা থেকে তুলে দিতে হবে। এটা পরিবহন মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, তারা যদি এক্ষেত্রে ব্যাংক ঋণ পেতে আগ্রহী হয়, তাহলে সরকার তাদের সহযোগিতা করবে।