ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্বেতাঙ্গ বলেই লাস ভেগাসের হত্যাকারী কি সন্ত্রাসী নয়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্টিফেন ক্রেইগ প্যাডক নামের ৬৪ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্যক্তি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কনসার্টে ৫৯ জনকে গুলি করে হত্যা ও ৫ শতাধিক মানুষকে আহত করেছে । ওই শ্বেতাঙ্গ হামলাকারীকে সন্ত্রাসী না বলে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে `নিঃসঙ্গ শিকারি` (লোন উলফ), `দাদামশায়` (গ্রান্ডড্যাড), `জুয়াড়ি` কিংবা `সাবেক হিসেবরক্ষক` হিসেবে। কিন্তু হামলাকারী স্টিফেন প্যাডককে কেন `সন্ত্রাসী` আখ্যা দেয়া হবেনা, তা নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে শুরু হয়েছে বিতর্ক।

নেভাদার বাসিন্দা ৬৪ বছর বয়স্ক বন্দুকধারী স্টিফেন প্যাডক মান্দালে বে হোটেলের ৩২ তলা থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় এই হত্যাকাণ্ড ঘটায়। লাস ভেগাসে সেসময় রুট নাইনটি ওয়ান নামের তিনদিনের কান্ট্রি মিউজিক ফেস্টিভাল চলছিল, যেখানে ২২ হাজার মানুষ একত্রিত হয়েছিল। প্যাডকক কেন এই হামলা চালিয়েছে তা এখনো উদঘাটন করতে পারেনি নিরাপত্তা বাহিনী। এমনকি আন্তর্জাতিক কোন সন্ত্রাসী চক্রের সাথে তার কোন যোগসাজশের বিষয়টি নাকচ করেছে এফবিআই।

অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে লিখছেন, স্টিফেন প্যাডক যদি একজন মুসলিম হতো, তাহলে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তার নামের সাথে `সন্ত্রাসী` শব্দটি যুক্ত হয়ে যেত। আন্তর্জাতিক কোন সন্ত্রাসী সংগঠনের সাথে তার যোগসাজশ আছে কি না সেটা প্রমাণের জন্যও অপেক্ষা পর্যন্ত করা হতো না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

শ্বেতাঙ্গ বলেই লাস ভেগাসের হত্যাকারী কি সন্ত্রাসী নয়

আপডেট সময় ০২:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্টিফেন ক্রেইগ প্যাডক নামের ৬৪ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্যক্তি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কনসার্টে ৫৯ জনকে গুলি করে হত্যা ও ৫ শতাধিক মানুষকে আহত করেছে । ওই শ্বেতাঙ্গ হামলাকারীকে সন্ত্রাসী না বলে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে `নিঃসঙ্গ শিকারি` (লোন উলফ), `দাদামশায়` (গ্রান্ডড্যাড), `জুয়াড়ি` কিংবা `সাবেক হিসেবরক্ষক` হিসেবে। কিন্তু হামলাকারী স্টিফেন প্যাডককে কেন `সন্ত্রাসী` আখ্যা দেয়া হবেনা, তা নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে শুরু হয়েছে বিতর্ক।

নেভাদার বাসিন্দা ৬৪ বছর বয়স্ক বন্দুকধারী স্টিফেন প্যাডক মান্দালে বে হোটেলের ৩২ তলা থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় এই হত্যাকাণ্ড ঘটায়। লাস ভেগাসে সেসময় রুট নাইনটি ওয়ান নামের তিনদিনের কান্ট্রি মিউজিক ফেস্টিভাল চলছিল, যেখানে ২২ হাজার মানুষ একত্রিত হয়েছিল। প্যাডকক কেন এই হামলা চালিয়েছে তা এখনো উদঘাটন করতে পারেনি নিরাপত্তা বাহিনী। এমনকি আন্তর্জাতিক কোন সন্ত্রাসী চক্রের সাথে তার কোন যোগসাজশের বিষয়টি নাকচ করেছে এফবিআই।

অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে লিখছেন, স্টিফেন প্যাডক যদি একজন মুসলিম হতো, তাহলে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তার নামের সাথে `সন্ত্রাসী` শব্দটি যুক্ত হয়ে যেত। আন্তর্জাতিক কোন সন্ত্রাসী সংগঠনের সাথে তার যোগসাজশ আছে কি না সেটা প্রমাণের জন্যও অপেক্ষা পর্যন্ত করা হতো না।