আকাশ জাতীয় ডেস্ক:
নগরের সব সমস্যা, ইচ্ছা, অভাব, অসঙ্গতি এসব তুলে ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, একজন সাংবাদিক সমাজের দর্পণ। আপনারা যদি আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেন তাহলে আমরা সেসব সমাধান করে মানুষের বাসযোগ্য করতে পারব।
শনিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউটে দুই দিনব্যাপী নগর সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব বলেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন তিনি।
নিজের কাজ, সততা ও নিষ্ঠা দিয়ে একেকজন সাংবাদিক একদিন জাফর ওয়াজেদের মতো সাংবাদিক হবেন বলে মন্তব্য করে মেয়র আতিকুল বলেন, এটাই প্রত্যাশা করি। সাংবাদিকতা করে খ্যাতি অর্জন করা যায়। আবার অপসাংবাদিকতা করে দ্রুতই বাড়ি গাড়ির মালিক হওয়া যায়। কোনটা হবেন, সেটা আপনার ওপর নির্ভর করছে।
নগর উন্নয়নে সমন্বয়হীনতাই বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন মেয়র। বলেন, নগরে অনেক সমস্যা রয়েছে। রয়েছে সমন্বয়হীনতাও। এই সমন্বয়হীনতাই নগর উন্নয়ণের জন্য বিরাট চ্যালেঞ্জ। একজন নগরের সেবক হিসেবে আমার কাছে এটাই বড় সমস্যা বলে মনে হচ্ছে। তবে সবার সহযোগিতা নিয়ে একদিন এসব সমস্যা আমরা সমাধান করে এ শহরকে পরবর্তী প্রজম্মের জন্য বাস যোগ্য করে যাব।
এ সময় তিনি বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন এবং সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি জানিয়ে আতিক বলেন, ঢাকার বড় সমস্যা খাল দখল, আইন না মানা, যানজট। এসব সমস্যা সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। সফলতা আমাদের আসবে, আসতেই হবে। আমরা খাল উদ্ধার করছি। যানজট মুক্তির জন্য বিভিন্ন কাজ করছি। এসব কাজ সকলের সাথে সমন্বয় করে করা হচ্ছে।
নগর সাংবাদিকদের উদ্দেশে মেয়র বলেন, যারা নগর সাংবাদিকতা করছেন, তাদের জন্য সিটি করপোরেশনের মাধ্যমে আরও বেশি প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে গিয়ে যাতে প্রশিক্ষণ নিতে পারে এবং নগর উন্নয়ন দেখতে পারে, সে ব্যবস্থা করা হবে। পাশাপাশি নগর সাংবাদিকদের সন্তানদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হবে বলেও জানান মেয়র।
নগর সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছেন প্রায় ৩০ জন সাংবাদিক। এছাড়াও উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















