ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

‘কে সিরিজ’ এর সনি ব্রাভিয়া এলইডি টিভি আনলো সনি র‍্যাংগস

আকাশ আইসিটি ডেস্ক :  

র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড যা, ” সনি র‍্যাংগস” নামে বহুলভাবে পরিচিত, সনি সিসিএম সেন্টার, লেভেল-০৭, সোনারতরী টাওয়ার, ১২ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা -এ লেটেস্ট সনি ব্রাভিয়া একে সিরিজ এলইডি টিভি বাজারজাতকরণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

সনি ব্রাভিয়া এক্স আর ওলেড টিভিতে লেটেস্ট কগনেটিভ প্রসেসর এক্স আর সমৃদ্ধ, যা ছবি বা ভিডিও কন্টেন্ট কে এমন প্রাণবন্তভাবে উপস্থাপন করে, যেভাবে একজন মানুষ সাধারণ চোখে দেখতে চায়। কগনেটিভ প্রসেসর এক্স আর বুঝতে পারে যে, কন্টেন্ট এর কোথায় মানুষের দৃষ্টি পড়তে পারে এবং সেই অনুযায়ী প্রতিটি ছবিকে হাজার হাজার ফ্রেম এ নিয়ে ক্রস এনালাইসিস করে প্রাণবন্ত কালার কন্টেন্ট উপস্থাপন করে।

এই ও এলইডি এর সাথে, জনপ্রিয় ‘গুগোল টিভি’ এখন 32″ এইচ ডি থেকে 85″ ফোরকে ইউ এইচডি টিভি পর্যন্ত সব মডেলের রেঞ্জে পাওয়া যাচ্ছে। মোট ১৭টি নতুন কে সিরিজের এই ফোরকে মডেলগুলো সনি এর দৃষ্টিনন্দন পিকচার প্রসেসিং টেকনোলজি ফোরকে প্রসেসর এক্স ওয়ান সমৃদ্ধ, 4K X-Reality™ PRO, TRILUMINOS Pro ডিসপ্লে। এই 4K HDR টিভি মডেল গুলোর ফ্লাশ সারফেস এবং ন্যারো বেজেল যা টিভি দেখার আনন্দকে দেবে অনন্য এক মাত্রা। এছাড়াও Sony-এর Google TV স্মার্ট হোম ইন্টিগ্রেশনের জন্য থাকছে Google Assistant-এর সাথে হ্যান্ডস ফ্রি ভয়েস সার্চ, YouTube™, Netflix, Amazon Video সহ Google Play™ থেকে 7000+ অ্যাপের মতো বিশাল সমাহার।

সমস্ত নতুন মডেল ইতিমধ্যেই দেশব্যাপী সনি র‍্যাংগস শোরুম এবং অনলাইন স্টোর: shop.rangs.com.bd-এ পাওয়া যাচ্ছে । তাছাড়া লঞ্চিং অফার হিসেবে BRAVIA XR পলো টি শার্ট, সনি সাইন্ডবার HT-S100F বিনামূল্যে উপহার এবং সমস্ত নতুন মডেলের জন্য অনলাইন অর্ডারে অতিরিক্ত ৫ শতাংশ ছাড় চলছে।

মি. কালী চরণ দাস, চিফ ফিনান্সিয়াল অফিসার; মোহাম্মদ জানে আলম, জেনারেল ম্যানেজার; সনি বাংলাদেশ ব্রাঞ্চ টিম ও র‍্যাংগস ইলেক্ট্রনিক্স এর অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড গত ৪০ বছর থেকে বাংলাদেশে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত সনি-ব্র্যান্ডের সব ধরণের পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। যাবতীয় স্বাস্থ্যসুরক্ষা মেনেই এই অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

‘কে সিরিজ’ এর সনি ব্রাভিয়া এলইডি টিভি আনলো সনি র‍্যাংগস

আপডেট সময় ১০:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২

আকাশ আইসিটি ডেস্ক :  

র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড যা, ” সনি র‍্যাংগস” নামে বহুলভাবে পরিচিত, সনি সিসিএম সেন্টার, লেভেল-০৭, সোনারতরী টাওয়ার, ১২ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা -এ লেটেস্ট সনি ব্রাভিয়া একে সিরিজ এলইডি টিভি বাজারজাতকরণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

সনি ব্রাভিয়া এক্স আর ওলেড টিভিতে লেটেস্ট কগনেটিভ প্রসেসর এক্স আর সমৃদ্ধ, যা ছবি বা ভিডিও কন্টেন্ট কে এমন প্রাণবন্তভাবে উপস্থাপন করে, যেভাবে একজন মানুষ সাধারণ চোখে দেখতে চায়। কগনেটিভ প্রসেসর এক্স আর বুঝতে পারে যে, কন্টেন্ট এর কোথায় মানুষের দৃষ্টি পড়তে পারে এবং সেই অনুযায়ী প্রতিটি ছবিকে হাজার হাজার ফ্রেম এ নিয়ে ক্রস এনালাইসিস করে প্রাণবন্ত কালার কন্টেন্ট উপস্থাপন করে।

এই ও এলইডি এর সাথে, জনপ্রিয় ‘গুগোল টিভি’ এখন 32″ এইচ ডি থেকে 85″ ফোরকে ইউ এইচডি টিভি পর্যন্ত সব মডেলের রেঞ্জে পাওয়া যাচ্ছে। মোট ১৭টি নতুন কে সিরিজের এই ফোরকে মডেলগুলো সনি এর দৃষ্টিনন্দন পিকচার প্রসেসিং টেকনোলজি ফোরকে প্রসেসর এক্স ওয়ান সমৃদ্ধ, 4K X-Reality™ PRO, TRILUMINOS Pro ডিসপ্লে। এই 4K HDR টিভি মডেল গুলোর ফ্লাশ সারফেস এবং ন্যারো বেজেল যা টিভি দেখার আনন্দকে দেবে অনন্য এক মাত্রা। এছাড়াও Sony-এর Google TV স্মার্ট হোম ইন্টিগ্রেশনের জন্য থাকছে Google Assistant-এর সাথে হ্যান্ডস ফ্রি ভয়েস সার্চ, YouTube™, Netflix, Amazon Video সহ Google Play™ থেকে 7000+ অ্যাপের মতো বিশাল সমাহার।

সমস্ত নতুন মডেল ইতিমধ্যেই দেশব্যাপী সনি র‍্যাংগস শোরুম এবং অনলাইন স্টোর: shop.rangs.com.bd-এ পাওয়া যাচ্ছে । তাছাড়া লঞ্চিং অফার হিসেবে BRAVIA XR পলো টি শার্ট, সনি সাইন্ডবার HT-S100F বিনামূল্যে উপহার এবং সমস্ত নতুন মডেলের জন্য অনলাইন অর্ডারে অতিরিক্ত ৫ শতাংশ ছাড় চলছে।

মি. কালী চরণ দাস, চিফ ফিনান্সিয়াল অফিসার; মোহাম্মদ জানে আলম, জেনারেল ম্যানেজার; সনি বাংলাদেশ ব্রাঞ্চ টিম ও র‍্যাংগস ইলেক্ট্রনিক্স এর অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড গত ৪০ বছর থেকে বাংলাদেশে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত সনি-ব্র্যান্ডের সব ধরণের পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। যাবতীয় স্বাস্থ্যসুরক্ষা মেনেই এই অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।