আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের হাউজ অব কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ানে সফরকে কেন্দ্র করে চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকোলাস বার্নসকে জরুরি তলব করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনা সংবাদমাধ্যমগুলো জানায়, তাইওয়ানে ন্যান্সি পেলোসির সফরের মধ্য দিয়ে চীনের এক নীতি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া এ সফরকে ঘিরে ভবিষ্যতে চীন-যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিরুপ প্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে।
চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী শি ফেং বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসনকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে আসতে হবে। কারণ তাদের কথা ও কাজের মধ্যে মিল নেই।
চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ১০টা ৪৪ মিনিটে ন্যান্সিকে বহনকারী একটি বিমান তাইওয়ানের মাটি স্পর্শ করে। মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তিনি তাইপেতে এসে পৌঁছান।
তাইওয়ানে পৌঁছানোর পর এক টুইট বার্তায় পেলোসি বলেন, তার প্রতিনিধিদলের সফর ‘তাইওয়ানের গতিশীল গণতন্ত্রের’ প্রতি আমেরিকার অবিচল প্রতিশ্রুতিকে সম্মানিত করেছে।
তিনি আরো লিখেন, তাইওয়ানের ২ কোটি ৩০ লাখ মানুষের সঙ্গে আমেরিকার সংহতি আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার সফর কোনোভাবেই যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী নীতির বিরোধিতা করে না।
গত কয়েকদিন ধরে ন্যান্সির তাইওয়ানে আগমন ঠেকাতে ন্যান্সিকে বহনকারী সামরিক বিমানে হামলাসহ যুক্তরাষ্ট্রকে কঠোর পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছে চীন। ধারণা করা হচ্ছিল, ন্যান্সিকে বহনকারী বিমানে চীনা সামরিক বাহিনী হামলা করতে পারে। একারণে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও তাইওয়ানের আশপাশে নিজেদের সামরিক যুদ্ধাস্ত্র বৃদ্ধি করেছে।
আকাশ নিউজ ডেস্ক 



















