ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

চবি ছাত্রলীগের কমিটি ঘোষণা, পদবঞ্চিতদের মূল ফটকে তালা

আকাশ জাতীয় ডেস্ক:   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণার পরপরই মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করছে ছাত্রলীগের একটি অংশ। অভিযোগ উঠেছে যোগ্য এবং ত্যাগী নেতাদের পূর্ণাঙ্গ কমিটিতে পদ দেওয়া হয়নি। এছাড়াও পদ বাণিজ্য এবং অছাত্রসহ বিভিন্ন অভিযোগ করছেন বিক্ষোভরত নেতাকর্মীরা। আন্দোলনরত কর্মীদের দাবি- কমিটি বর্ধিত করতে হবে এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া মো. ইলিয়াসকে বহিষ্কার করতে হবে এবং যোগ্যদের স্থান দিতে হবে।

এর আগে, রবিবার (জুলাই ৩১) মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে ৬৯ জন সহসভাপতি, ১২ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। এর মধ্যে দিয়ে তিন বছর পরে পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে চবি ছাত্রলীগ।

আন্দোলনরত নেতাকর্মীদের দাবি, বিজয় গ্রুপের একটি অংশের ও কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া মো. ইলিয়াসকে পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দিয়ে কমিটি পুনর্গঠন করতে হবে। তার বিরুদ্ধে পদ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ তুলছেন তারা।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদ পাওয়া বিজয় গ্রুপের নেতা নজরুল ইসলাম সবুজ বলেন, অসংখ্য ত্যাগী, পরিশ্রমী যোগ্য ছেলেরা কমিটি থেকে বাদ পড়ছে। যাদের মূল্যায়নের দাবিতে অবরোধের ডাক দিয়েছে। তিনি আরও অভিযোগ করে বলেন, ইলিয়াস টাকার মাধ্যমে এখানে এমনও ছেলেকে নেতা বানাইছে যারা কখনো রাজনীতি করে নাই। তাই আমাদের ছেলেরা অবরোধের ডাক দিয়েছে।

বিজয় গ্রুপের আরেক কর্মী মোহম্মদ দেলোয়ার বলেন, চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ইলিয়াস এ কমিটিতে অছাত্র, জামায়াত শিবির, বিএনপি ব্যাকগ্রাউন্ডের অনেককে কমিটিতে এনেছে। আমরা যারা ৭ বছর ধরে ত্যাগ করেছি, তিনি আমাদের মূল্যায়ন করেননি। যতক্ষণ পর্যন্ত ইলিয়াসকে বহিষ্কার ও কমিটিকে পুনর্গঠন করা হবে না আমরা অবরোধ চালিয়ে যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

চবি ছাত্রলীগের কমিটি ঘোষণা, পদবঞ্চিতদের মূল ফটকে তালা

আপডেট সময় ১২:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণার পরপরই মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করছে ছাত্রলীগের একটি অংশ। অভিযোগ উঠেছে যোগ্য এবং ত্যাগী নেতাদের পূর্ণাঙ্গ কমিটিতে পদ দেওয়া হয়নি। এছাড়াও পদ বাণিজ্য এবং অছাত্রসহ বিভিন্ন অভিযোগ করছেন বিক্ষোভরত নেতাকর্মীরা। আন্দোলনরত কর্মীদের দাবি- কমিটি বর্ধিত করতে হবে এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া মো. ইলিয়াসকে বহিষ্কার করতে হবে এবং যোগ্যদের স্থান দিতে হবে।

এর আগে, রবিবার (জুলাই ৩১) মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে ৬৯ জন সহসভাপতি, ১২ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। এর মধ্যে দিয়ে তিন বছর পরে পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে চবি ছাত্রলীগ।

আন্দোলনরত নেতাকর্মীদের দাবি, বিজয় গ্রুপের একটি অংশের ও কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া মো. ইলিয়াসকে পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দিয়ে কমিটি পুনর্গঠন করতে হবে। তার বিরুদ্ধে পদ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ তুলছেন তারা।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদ পাওয়া বিজয় গ্রুপের নেতা নজরুল ইসলাম সবুজ বলেন, অসংখ্য ত্যাগী, পরিশ্রমী যোগ্য ছেলেরা কমিটি থেকে বাদ পড়ছে। যাদের মূল্যায়নের দাবিতে অবরোধের ডাক দিয়েছে। তিনি আরও অভিযোগ করে বলেন, ইলিয়াস টাকার মাধ্যমে এখানে এমনও ছেলেকে নেতা বানাইছে যারা কখনো রাজনীতি করে নাই। তাই আমাদের ছেলেরা অবরোধের ডাক দিয়েছে।

বিজয় গ্রুপের আরেক কর্মী মোহম্মদ দেলোয়ার বলেন, চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ইলিয়াস এ কমিটিতে অছাত্র, জামায়াত শিবির, বিএনপি ব্যাকগ্রাউন্ডের অনেককে কমিটিতে এনেছে। আমরা যারা ৭ বছর ধরে ত্যাগ করেছি, তিনি আমাদের মূল্যায়ন করেননি। যতক্ষণ পর্যন্ত ইলিয়াসকে বহিষ্কার ও কমিটিকে পুনর্গঠন করা হবে না আমরা অবরোধ চালিয়ে যাব।