ঢাকা ১১:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

জয় দিয়ে শুরু বাংলাদেশের সাফ মিশন

আকাশ জাতীয় ডেস্ক:  

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে গোল পেতে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে প্রথমে হতাশায় ভূগলেও তা গোল করে উড়িয়ে দিয়েছেন মিরাজুল ইসলাম।

সোমবার (২৫ জুলাই) ভারতের ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে নিজেদের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। মিরাজুলের পা থেকেই আসে একমাত্র গোলটি।

ম্যাচের শুরু থাকেই বাংলাদেশকে চাপে রাখে শ্রীলঙ্কা। তবে তৃতীয় মিনিটে উল্টো আক্রমণ করে বসে লাল-সবুজ জার্সিধারীরা। উড়ে আসা বল বক্সে পেয়ে বুক দিয়ে নামিয়ে দেন মোহাম্মদ নাহিয়ান; কিন্তু সেখান থেকে ঠিকঠাক শট নিতে পারেননি মঈনুল ইসলাম। অষ্টম মিনিটে রফিকুল ইসলামের শট তালুবন্দি করেন গোলরক্ষক। ২০তম মিনিটে একই ঘটনা ঘটে। গোলশূন্য ড্র নিয়ে বিরতে যায় দুই দল।

বিরতির পর আক্রমণে ধার বাড়ায় শ্রীলঙ্কা। ৫০তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করলেও তা ব্যর্থ করে দেন বাংলাদেশের গোলরক্ষক মোহাম্মদ আসিফ। ৭১তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন মিরাজুল। সতীর্থের পাস বক্সে পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। তার এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে পল স্মলির শিষ্যরা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার (২৭ জুলাই) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের

জয় দিয়ে শুরু বাংলাদেশের সাফ মিশন

আপডেট সময় ১১:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:  

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে গোল পেতে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে প্রথমে হতাশায় ভূগলেও তা গোল করে উড়িয়ে দিয়েছেন মিরাজুল ইসলাম।

সোমবার (২৫ জুলাই) ভারতের ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে নিজেদের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। মিরাজুলের পা থেকেই আসে একমাত্র গোলটি।

ম্যাচের শুরু থাকেই বাংলাদেশকে চাপে রাখে শ্রীলঙ্কা। তবে তৃতীয় মিনিটে উল্টো আক্রমণ করে বসে লাল-সবুজ জার্সিধারীরা। উড়ে আসা বল বক্সে পেয়ে বুক দিয়ে নামিয়ে দেন মোহাম্মদ নাহিয়ান; কিন্তু সেখান থেকে ঠিকঠাক শট নিতে পারেননি মঈনুল ইসলাম। অষ্টম মিনিটে রফিকুল ইসলামের শট তালুবন্দি করেন গোলরক্ষক। ২০তম মিনিটে একই ঘটনা ঘটে। গোলশূন্য ড্র নিয়ে বিরতে যায় দুই দল।

বিরতির পর আক্রমণে ধার বাড়ায় শ্রীলঙ্কা। ৫০তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করলেও তা ব্যর্থ করে দেন বাংলাদেশের গোলরক্ষক মোহাম্মদ আসিফ। ৭১তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন মিরাজুল। সতীর্থের পাস বক্সে পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। তার এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে পল স্মলির শিষ্যরা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার (২৭ জুলাই) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।