আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জাপানের সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জাপান সরকার বাধা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাপানের বার্তা সংস্থা নিক্কেইয়ের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
জাপানের সংবাদপত্র সানকেই শিম্বুন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, টোকিও আনুষ্ঠানিকভাবে রাশিয়াকে অবহিত করবে যে ‘আমরা আশা করছি না যে তারা উপস্থিত হবে’। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানটি ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
জাপান সরকার রাশিয়ার জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী আবেকে এই মাসের শুরুতে হত্যা করা হয়।
যদিও পুতিন ওই অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা করছেন না বলেই এর আগে জানিয়েছিল ক্রেমলিন। অন্য রুশ কর্মকর্তাও ওই অনুষ্ঠানে উপস্থিত হবে কী না তা ‘প্রটোকলের ওপর নির্ভর করছে’ বলে আরটির প্রতিবেদনে বলা হয়েছে।
ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় চলতি বছরের মার্চের শুরুতে জাপান পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভসহ বেশ কয়েকজন রুশ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আবে ২৫ বারের বেশি পুতিনের সঙ্গে দেখা করেছেন। তার মৃত্যুর পর দেওয়া শোকবার্তায়, পুতিন আবেকে ‘একজন অসামান্য’ নেতা হিসেবে বর্ণনা করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















