অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও নেত্রী অং সান সু চি বাংলাদেশ থেকে সব রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে চান বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। মিয়ানমার সফর শেষে বৃহস্পতিবার ঢাকায় এসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ব্রিটিশ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেন, তিনি (সু চি) আমাকে আশ্বাস দিয়েছেন। তিনি সব রোহিঙ্গা শরণার্থীকে বার্মায় ফিরিয়ে নিতে চান। গত ২৪ আগস্টের পর রাখাইনে রোহিঙ্গাদের ওপর নতুন করে সহিংসতার ঘটনায় পশ্চিমা কোনো দেশের প্রতিনিধি হিসেবে ফিল্ডই মিয়ানমার সফর করলেন।
সু চি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন উল্লেখ করে মার্ক ফিল্ড জানান, সু চি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মধ্যে একটি ‘সঠিক পথ’ বের করার চেষ্টা করছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















