ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

১০ মিনিটেই ঘরে তৈরি করুন টক দই

আকাশ নিউজ ডেস্ক:

দই তৈরি করতে বেশ সময় লাগে। তার উপরে শীতকালে তো কথাই নেই। অনেক চেষ্টাতেও ভাল ভাবে দই জমতে চায় না। কিন্তু ঘরে পাতা দইয়ের মতো‌ স্বাদ সব সময়ে কেনা দইয়ে আসেও না। তাই ইচ্ছাই করে মাঝেমধ্যে ঘরে টক দই বসাতে।

ঘরে মাত্র তিনটি উপাদান থাকলেই তা করা সম্ভব। মিনিট দশেকের মধ্যে খুব সহজে জমে যাবে দই।

কীভাবে কম সময়ে দই বানাবেন জেনে নিন সেই উপায়

উপকরণ :

গুঁড়া দুধ, গরম পানি, পাতিলেবুর রস

প্রণালি :

প্রথমে একটি পাত্রে পানি গরম করে নিন। তার মধ্যে ভাল ভাবে গুঁড়া দুধ মিশিয়ে নিন। দেখবেন যেন পানির মধ্যে গুঁড়া দুধ দলা না পাকিয়ে যায়। এক কাপ পানিতে প্রয়োজন হবে তিন চা চামচ গুঁড়া দুধ। এ বার সেই মিশ্রণে লেবুর রস মিশিয়ে নিন। এক কাপ পানির জন্য দুই চা চামচ লেবুর রস লাগবে। সেই হিসাব মতো লেবুর রস মেশান। এর পর মিশ্রণটি ১০ মিনিট ঢেকে রাখুন। একেবারে নাড়াবেন না। ১০ মিনিট পর ঢাকনা সরালে দেখবেন, তৈরি হয়ে গিয়েছে জমাট বাঁধা দই। এটি এবার স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন রান্নায় কিংবা শুধু খাওয়ার জন্য। ফ্রিজে রেখে বেশ কয়েক দিন ধরেই খাওয়া যাবে এই দই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

১০ মিনিটেই ঘরে তৈরি করুন টক দই

আপডেট সময় ১১:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

আকাশ নিউজ ডেস্ক:

দই তৈরি করতে বেশ সময় লাগে। তার উপরে শীতকালে তো কথাই নেই। অনেক চেষ্টাতেও ভাল ভাবে দই জমতে চায় না। কিন্তু ঘরে পাতা দইয়ের মতো‌ স্বাদ সব সময়ে কেনা দইয়ে আসেও না। তাই ইচ্ছাই করে মাঝেমধ্যে ঘরে টক দই বসাতে।

ঘরে মাত্র তিনটি উপাদান থাকলেই তা করা সম্ভব। মিনিট দশেকের মধ্যে খুব সহজে জমে যাবে দই।

কীভাবে কম সময়ে দই বানাবেন জেনে নিন সেই উপায়

উপকরণ :

গুঁড়া দুধ, গরম পানি, পাতিলেবুর রস

প্রণালি :

প্রথমে একটি পাত্রে পানি গরম করে নিন। তার মধ্যে ভাল ভাবে গুঁড়া দুধ মিশিয়ে নিন। দেখবেন যেন পানির মধ্যে গুঁড়া দুধ দলা না পাকিয়ে যায়। এক কাপ পানিতে প্রয়োজন হবে তিন চা চামচ গুঁড়া দুধ। এ বার সেই মিশ্রণে লেবুর রস মিশিয়ে নিন। এক কাপ পানির জন্য দুই চা চামচ লেবুর রস লাগবে। সেই হিসাব মতো লেবুর রস মেশান। এর পর মিশ্রণটি ১০ মিনিট ঢেকে রাখুন। একেবারে নাড়াবেন না। ১০ মিনিট পর ঢাকনা সরালে দেখবেন, তৈরি হয়ে গিয়েছে জমাট বাঁধা দই। এটি এবার স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন রান্নায় কিংবা শুধু খাওয়ার জন্য। ফ্রিজে রেখে বেশ কয়েক দিন ধরেই খাওয়া যাবে এই দই।