আকাশ স্পোর্টস ডেস্ক:
ক্রিস্টিয়ানো রোনালদোর বাল্যকালের ক্লাবের বিরুদ্ধে খেলতে লিসবন পৌঁছে গেলেন লিওনেল মেসি। স্পোর্টিং লিসবনের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে বার্সেলোনাকে হুমকি দিয়ে রাখলেন দলটির সাবেক খেলোয়াড় জেরেমি ম্যাথিউ।
তিন বছর বার্সেলোনায় থাকার পরে যিনি এ বার স্পোর্টিং লিসবনে সই করেছেন। এবার সুযোগ বার্সার প্রেসিডেন্ট এবং স্পোর্টিং ডিরেক্টরকে গোলের মাধ্যমে সমুচিত জবাব দিতে চান তিনি। হয়তো যেভাবে তাঁকে ক্লাব থেকে সরিয়ে দেওয়া হল, তার জবাবটাই এবার দিতে চান সমূলে।
আজ বুধবার রাত পৌনে একটায় মেসির বার্সা মুখোমুখি হবে স্পোর্টিং লিসবনের। একইসময়ে নেইমারের পিএসজি মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। এছাড়া অ্যাটলেটিকো-চেলসি, জুভেন্টাস-অলিম্পিয়াকোস এবং সিএসকেএ-ম্যানইউ ম্যাচও অনুষ্ঠিত হবে এ সময়।
আকাশ নিউজ ডেস্ক 























