ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

রাস্তার পাশে কলাপাতায় জীবন্ত নবজাতক!

আকাশ জাতীয় ডেস্ক:

মধ্যরাতে রাস্তার পাশে মিলল কলাপাতায় মোড়ানো জীবন্ত নবজাতক। ঘুটঘুটে অন্ধকারে শিশুর আর্তচিৎকার শুনে পথচারী লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বড়খাপন এলাকার রাস্তার পাশ থেকে এ নবজাতকটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে নির্জন রাস্তার পাশে নবজাতকের কান্না শুনতে পান কয়েকজন পথচারী গ্রামবাসী। পরে তারা কান্নার আওয়াজ অনুসরণ করে রাস্তার পাশ থেকে কলাপাতায় মোড়ানো অবস্থায় এ নবজাতক ছেলেকে উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় নবজাতকটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটিকে ওই হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের নার্সদের পাশাপাশি বড়খাপন গ্রামের নিঃসন্তান এক নারী তার তদারকি করছেন।

হাসপাতাল সূত্র জানায়, পিঁপড়ের কামড়ে শিশুটি কিছুটা আহত হয়। এ ছাড়াও বাম পায়ে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, পুলিশ ও প্রশাসনের তত্ত্বাবধানে শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সমাজসেবা বিভাগের সাথে কথা বলে শিশুটিকে পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নিবে প্রশাসন।

এ ব্যাপারে কথা হলে কিশোরগঞ্জের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান জানান, তারা এ বিষয়ে থানায় জিডি করছেন। পরবর্তীতে আদালতের অনুমতি সাপেক্ষে নবজাতকটিকে ঢাকার আজিমপুরে ‘ছোট মণি’ নিবাসে প্রেরণের কার্যক্রম শুরু করেছেন। এ ছাড়া তার যাবতীয় ওষুধ-পথ্যাদি-খাবার-পোশাক সমাজসেবা অধিদপ্তর সরবরাহ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

রাস্তার পাশে কলাপাতায় জীবন্ত নবজাতক!

আপডেট সময় ১০:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

মধ্যরাতে রাস্তার পাশে মিলল কলাপাতায় মোড়ানো জীবন্ত নবজাতক। ঘুটঘুটে অন্ধকারে শিশুর আর্তচিৎকার শুনে পথচারী লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বড়খাপন এলাকার রাস্তার পাশ থেকে এ নবজাতকটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে নির্জন রাস্তার পাশে নবজাতকের কান্না শুনতে পান কয়েকজন পথচারী গ্রামবাসী। পরে তারা কান্নার আওয়াজ অনুসরণ করে রাস্তার পাশ থেকে কলাপাতায় মোড়ানো অবস্থায় এ নবজাতক ছেলেকে উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় নবজাতকটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটিকে ওই হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের নার্সদের পাশাপাশি বড়খাপন গ্রামের নিঃসন্তান এক নারী তার তদারকি করছেন।

হাসপাতাল সূত্র জানায়, পিঁপড়ের কামড়ে শিশুটি কিছুটা আহত হয়। এ ছাড়াও বাম পায়ে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, পুলিশ ও প্রশাসনের তত্ত্বাবধানে শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সমাজসেবা বিভাগের সাথে কথা বলে শিশুটিকে পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নিবে প্রশাসন।

এ ব্যাপারে কথা হলে কিশোরগঞ্জের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান জানান, তারা এ বিষয়ে থানায় জিডি করছেন। পরবর্তীতে আদালতের অনুমতি সাপেক্ষে নবজাতকটিকে ঢাকার আজিমপুরে ‘ছোট মণি’ নিবাসে প্রেরণের কার্যক্রম শুরু করেছেন। এ ছাড়া তার যাবতীয় ওষুধ-পথ্যাদি-খাবার-পোশাক সমাজসেবা অধিদপ্তর সরবরাহ করছে।