ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

রহস্যময় দৈত্য উদ্যান

অাকাশ নিউজ ডেস্ক:

ইতালির উত্তরাঞ্চলীয় ভিভারতো প্রদেশে রয়েছে জঙ্গলে ঘেরা এক উদ্যান যার নাম ‘সাকরো বোসকো’। যে উদ্যানটি দৈত্যদের উদ্যান হিসেবেও পরিচিত। তবে সেখানে সত্যিকার কোন দৈত্যের বসবাস ছিল না। মূলত উদ্যানের মধ্যে নির্মিত দৈত্যাকার সব মূর্তির কারণেই এটি দৈত্যদের উদ্যান হিসেবে পরিচিতি লাভ করেছে। ষোড়শ শতকে পিয়ার ফ্রান্সোসকোর যিনি কিনা ভিসিনো অরসিনি নামেও পরিচিত।

স্ত্রী গুলিয়া ফ্রান্সেসের প্রতি বিশেষভাবে অনুরক্ত ছিলেন ভিসিনো। স্ত্রীর মৃত্যু তাকে দারুণভাবে নাড়া দেয়। জঙ্গলের মধ্যে একের পর এক গড়ে তোলেন দানবাকার সব মূর্তি। সিংহের সাথে ড্রাগনের কাল্পনিক যুদ্ধ, দৈত্যাকার হাতি কিংবা মানবমূর্তি নানা ধরনের মূর্তি গড়ে তুলেছেন তিনি। জঙ্গলের মধ্যেই গড়ে তোলেন নতুন এক পৃথিবী। সেই বিচিত্র পৃথিবী অনেকটাই বাস্তব পৃথিবী থেকে ভিন্ন। এর মধ্যে দিয়ে চলার সময় গা ছমছম করে ওঠে।

ধ্রুপদী শিল্প-সাহিত্যে ভিসিনো’র এই শিল্পকর্মগুলো বেশ আলোচিত। কেউ কেউ মনে করেন গ্রীক আর্কেডিয়া থেকেও অনুপ্রাণিত হয়ে থাকতে পারেন ভিসিনো। তবে বেশিরভাগ বিশ্লেষক মনে করেন, স্ত্রী গুলিয়া ফ্রান্সেসের মৃত্যুই তাকে সেখানে এই ধরনের শিল্পকর্মের প্রতি উদ্বুদ্ধ করেছিল। তবে কারো কারো মতে ব্যক্তিগত জীবনের হতাশা দ্বারাই তিনি প্রভাবিত হয়েছিলেন।

৫০০ বছর আগের সেই উদ্যানটি এখনো নতুন করে মানুষের মধ্যে কৌতুহলের জন্ম দিয়েছে। ষোড়শ শতকের ঐ রহস্যমন উদ্যান নিয়ে তার পরের দুইশ বছর খুব একটা আলোচনা না হলেও বিংশ শতকে এসে নতুন করে আলোচনায় উঠে আসে ‘সাকরো বোসকো’। শিল্পী সালভাদোর দালী ‘সাকরো বোসকো’ ঘুরে আসার পরই তা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ১৯৪৮ সালে দৈত্যদের উদ্যানের ওপর একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন। ১৯৬৪ সালে পেইন্টিংয়ের মধ্য দিয়েও সাকরো বোসকোকে সামনে নিয়ে আসেন তিনি। ভিসিনো নেই তবু দৈত্য উদ্যানের সেই দৈত্যরা এখন অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে রয়েছে জঙ্গলে।-বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

রহস্যময় দৈত্য উদ্যান

আপডেট সময় ১২:২৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

ইতালির উত্তরাঞ্চলীয় ভিভারতো প্রদেশে রয়েছে জঙ্গলে ঘেরা এক উদ্যান যার নাম ‘সাকরো বোসকো’। যে উদ্যানটি দৈত্যদের উদ্যান হিসেবেও পরিচিত। তবে সেখানে সত্যিকার কোন দৈত্যের বসবাস ছিল না। মূলত উদ্যানের মধ্যে নির্মিত দৈত্যাকার সব মূর্তির কারণেই এটি দৈত্যদের উদ্যান হিসেবে পরিচিতি লাভ করেছে। ষোড়শ শতকে পিয়ার ফ্রান্সোসকোর যিনি কিনা ভিসিনো অরসিনি নামেও পরিচিত।

স্ত্রী গুলিয়া ফ্রান্সেসের প্রতি বিশেষভাবে অনুরক্ত ছিলেন ভিসিনো। স্ত্রীর মৃত্যু তাকে দারুণভাবে নাড়া দেয়। জঙ্গলের মধ্যে একের পর এক গড়ে তোলেন দানবাকার সব মূর্তি। সিংহের সাথে ড্রাগনের কাল্পনিক যুদ্ধ, দৈত্যাকার হাতি কিংবা মানবমূর্তি নানা ধরনের মূর্তি গড়ে তুলেছেন তিনি। জঙ্গলের মধ্যেই গড়ে তোলেন নতুন এক পৃথিবী। সেই বিচিত্র পৃথিবী অনেকটাই বাস্তব পৃথিবী থেকে ভিন্ন। এর মধ্যে দিয়ে চলার সময় গা ছমছম করে ওঠে।

ধ্রুপদী শিল্প-সাহিত্যে ভিসিনো’র এই শিল্পকর্মগুলো বেশ আলোচিত। কেউ কেউ মনে করেন গ্রীক আর্কেডিয়া থেকেও অনুপ্রাণিত হয়ে থাকতে পারেন ভিসিনো। তবে বেশিরভাগ বিশ্লেষক মনে করেন, স্ত্রী গুলিয়া ফ্রান্সেসের মৃত্যুই তাকে সেখানে এই ধরনের শিল্পকর্মের প্রতি উদ্বুদ্ধ করেছিল। তবে কারো কারো মতে ব্যক্তিগত জীবনের হতাশা দ্বারাই তিনি প্রভাবিত হয়েছিলেন।

৫০০ বছর আগের সেই উদ্যানটি এখনো নতুন করে মানুষের মধ্যে কৌতুহলের জন্ম দিয়েছে। ষোড়শ শতকের ঐ রহস্যমন উদ্যান নিয়ে তার পরের দুইশ বছর খুব একটা আলোচনা না হলেও বিংশ শতকে এসে নতুন করে আলোচনায় উঠে আসে ‘সাকরো বোসকো’। শিল্পী সালভাদোর দালী ‘সাকরো বোসকো’ ঘুরে আসার পরই তা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ১৯৪৮ সালে দৈত্যদের উদ্যানের ওপর একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন। ১৯৬৪ সালে পেইন্টিংয়ের মধ্য দিয়েও সাকরো বোসকোকে সামনে নিয়ে আসেন তিনি। ভিসিনো নেই তবু দৈত্য উদ্যানের সেই দৈত্যরা এখন অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে রয়েছে জঙ্গলে।-বিবিসি