ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং ইলিয়াস মোল্লাহর জমি–গাড়ি–মার্কেট–ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ ময়মনসিংহে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান সীমান্তের ওপার থেকে আসা গুলিতে টেকনাফে দুই কিশোর আহত আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া ‘চরম অপমান’: শফিকুর রহমান বাংলাদেশি‌দের জন্য ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস ওমানের শ্রমমন্ত্রীর ‘আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর’ ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি জনগণের ভাগ্য উন্নয়নে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

আফগানিস্তান নিয়ে রাশিয়া-ভারত বৈঠক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল বুধবার নয়াদিল্লিতে এক বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে দুই পক্ষ আফগানিস্তানের রাজনৈতিক, নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বলে ভারতীয় এক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে।

বৈঠকে আফগানিস্তানে ভারত ও রাশিয়ার মধ্যকার রাজনৈতিক-নিরাপত্তা সহযোগিতার উল্লেখযোগ্য বৃদ্ধির আকাঙ্ক্ষা, গুরুত্ব এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে দুপক্ষই জৈশ-ই-মুহাম্মাদ এবং লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম পর্যালোচনা করেছে। বৈঠকে এই সংকটময় সময়ে আফগানিস্তানকে সহায়তা করার জন্য মস্কো ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে। সম্প্রতি ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, আফগানিস্তানের এই অস্থিরতা কাশ্মির ও রাশিয়াতেও ছড়িয়ে পড়তে পারে। তাই ভারত-রাশিয়ার এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার আফগানিস্তানে তালেবান নতুন মন্ত্রিসভার ঘোষণা দেওয়ার পরই কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছেন নারীসহ কয়েকশ’ মানুষ। ওই বিক্ষোভে তালেবানের বিরুদ্ধে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

অন্যদিকে, নতুন সরকার ঘোষণার পরদিনই তালেবানের সাংস্কৃতিক কমিশন আফগান নারীদের সব ধরনের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

অন্যদিকে, দেশটির নবনিযুক্ত শিক্ষামন্ত্রী শেখ মৌলভী নরুদ্দিন মুনির বলেছেন, আজকের দিনে পিএইচডি আর স্নাতকোত্তর ডিগ্রির কোনো মূল্য নেই। মোল্লা আর তালেবান নেতারা ক্ষমতায় এসেছে। তাদের পিএইচডি, স্নাতকোত্তর কিংবা হাইস্কুলের ডিগ্রিও নেই। তারপরও তারা সবচেয়ে বেশি ক্ষমতা রাখে আর তারাই ‘সর্বশ্রেষ্ঠ’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং

আফগানিস্তান নিয়ে রাশিয়া-ভারত বৈঠক

আপডেট সময় ০৮:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল বুধবার নয়াদিল্লিতে এক বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে দুই পক্ষ আফগানিস্তানের রাজনৈতিক, নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বলে ভারতীয় এক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে।

বৈঠকে আফগানিস্তানে ভারত ও রাশিয়ার মধ্যকার রাজনৈতিক-নিরাপত্তা সহযোগিতার উল্লেখযোগ্য বৃদ্ধির আকাঙ্ক্ষা, গুরুত্ব এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে দুপক্ষই জৈশ-ই-মুহাম্মাদ এবং লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম পর্যালোচনা করেছে। বৈঠকে এই সংকটময় সময়ে আফগানিস্তানকে সহায়তা করার জন্য মস্কো ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে। সম্প্রতি ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, আফগানিস্তানের এই অস্থিরতা কাশ্মির ও রাশিয়াতেও ছড়িয়ে পড়তে পারে। তাই ভারত-রাশিয়ার এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার আফগানিস্তানে তালেবান নতুন মন্ত্রিসভার ঘোষণা দেওয়ার পরই কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছেন নারীসহ কয়েকশ’ মানুষ। ওই বিক্ষোভে তালেবানের বিরুদ্ধে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

অন্যদিকে, নতুন সরকার ঘোষণার পরদিনই তালেবানের সাংস্কৃতিক কমিশন আফগান নারীদের সব ধরনের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

অন্যদিকে, দেশটির নবনিযুক্ত শিক্ষামন্ত্রী শেখ মৌলভী নরুদ্দিন মুনির বলেছেন, আজকের দিনে পিএইচডি আর স্নাতকোত্তর ডিগ্রির কোনো মূল্য নেই। মোল্লা আর তালেবান নেতারা ক্ষমতায় এসেছে। তাদের পিএইচডি, স্নাতকোত্তর কিংবা হাইস্কুলের ডিগ্রিও নেই। তারপরও তারা সবচেয়ে বেশি ক্ষমতা রাখে আর তারাই ‘সর্বশ্রেষ্ঠ’।