ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের আবারও বিক্ষোভে নামার ডাক রেজা পাহলভির, মেলেনি সাড়া মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

শাকিবের স্ট্যাটাসে কমেন্ট, ভার্চুয়াল জগতে নতুন আলোচনায় ওমর সানী

আকাশ নিউজ ডেস্ক: 

দেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ফেসবুক স্ট্যাটাসে কমেন্ট করে ভার্চুয়াল জগতে নতুনভাবে আলোচিত হয়েছেন আরেক অভিনেতা ওমর সানী।

শনিবার রাতে শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি সাদাকালো ছবি পোস্ট করেন- Always remember that your present destination isn’t your final destination. The best is yet to come, be patient!

বাংলায় যার অর্থ দাঁড়ায়— সবসময় মনে রাখবেন আপনার বর্তমান গন্তব্যই আপনার চূড়ান্ত গন্তব্য নয়; সেরাটা এখনও আসতে বাকি আছে— ধৈর্য ধর!

সেই পোস্টের নিচে ওমর সানী লেখেন— ‘লেখা তো তোর না, কে লিখেছে? ভাই ভালো থাকিস।’

এমন কমেন্ট করে বিপাকে পড়েছেন ওমর সানী। তার কমেন্টেই প্রথম ১৬ ঘণ্টায় রিয়েক্ট জমা পড়েছে ২ হাজারেরও বেশি। এর মধ্যে ১৭ শতাধিক হা হা হা রিয়েক্ট।

এ বিষয়ে গীতিকার ও নাট্যকার ইশতিয়াক আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক টাইমলাইনে ওই ঘটনা প্রসঙ্গে বলেন, ওমর সানী সবসময় আমার পছন্দের নায়ক ছিলো। ছোটবেলায় তার জন্য অনেক মন খারাপ লাগতো। সবাই শুধু তাকে মারতো। ভিলেন মারতো। নায়িকার বাবা মারতো। এমনকি নায়িকাও তাকে চাবুক দিয়ে মারতো। একটা মানুষ এতো বোকা হয় কীভাবে? একটা মানুষ এতো মার খাবে কেনো?

তিনি আরও লেখেন, আজ অনেকদিন পর ওমর সানীকে আবারও পেলাম। শাকিব খানের একটা ছবি আমার টাইমলাইনে চলে এলো। সুন্দর নায়কোচিত ছবি। উপরে ইংরেজি ক্যাপশন।

তার নিচে হাজারো জনতার সাথে চাপাচাপি করে ওমর সানী, আমার প্রিয় নায়কও একটা কমেন্ট করেছেন। কমেন্টটা পড়ে আবারও মন খারাপ হলো। আহারে লোকটা, এখনও বোকাই আছে। বোকা না হলে এই কমেন্ট কেউ করতে পারে না। বিশেষ করে কমেন্টের প্রথম অংশ। এসব শুধু বন্ধুরা বন্ধুকে পঁচাতে করতে পারে। আমি হাসতে গিয়েও হাসতে পারলাম না। তিনি দুনিয়াকে জানিয়ে দিচ্ছেন, বাংলাদেশের এক নম্বর নায়কের পক্ষে ইংরেজি ক্যাপশন লেখা সম্ভব না। এবং দুনিয়া এটাও জেনে গেছে, আমাদের নায়কদের শিক্ষা এবং কমনসেন্সের দৌড় কতটা ভয়াবহ…

চলচ্চিত্রকার সঞ্জয় সমাদ্দার তার ফেসবুক কমেন্টে বলেন, ‘এখন যদি আবার লাইভে আসেন এই ইস্যুতে সেই আতংকে আছি ভাই!’

সংগীতশিল্পী লুৎফর হাসান লেখেন, ভাই আমার পরিচিত। মাঝেমাঝে ফোন করেন। তাই এখানে লুৎফরীয় কমেন্ট থেকে বিরত থাকলাম।

রবিউল ইসলাম রবিন লেখেন, লোকটা চাবুকের আঘাত পেতে পেতে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে!

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার সেজুল হোসেন বলেন, ‘লেখা তো তোর না’ বলে শেষ লাইনে ‘ভাই ভালো থাকিস’ লিখে শাকিব খানের পাল্টা প্রতিরোধের সব শক্তি কেড়ে নেওয়ার জন্য ওমর সানীর এই প্রতিভায় আমি মুগ্ধ।

বিনোদন সাংবাদিক নাহিয়ান ইমন একটি স্ক্রিনশট শেয়ার করেন। যাতে দেখা যায়, ভারতীয় অভিনেত্রী শ্রীলেখার ফেসবুক টাইমলাইনেও কমেন্ট করছেন ওমর সানী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

শাকিবের স্ট্যাটাসে কমেন্ট, ভার্চুয়াল জগতে নতুন আলোচনায় ওমর সানী

আপডেট সময় ০৮:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১

আকাশ নিউজ ডেস্ক: 

দেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ফেসবুক স্ট্যাটাসে কমেন্ট করে ভার্চুয়াল জগতে নতুনভাবে আলোচিত হয়েছেন আরেক অভিনেতা ওমর সানী।

শনিবার রাতে শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি সাদাকালো ছবি পোস্ট করেন- Always remember that your present destination isn’t your final destination. The best is yet to come, be patient!

বাংলায় যার অর্থ দাঁড়ায়— সবসময় মনে রাখবেন আপনার বর্তমান গন্তব্যই আপনার চূড়ান্ত গন্তব্য নয়; সেরাটা এখনও আসতে বাকি আছে— ধৈর্য ধর!

সেই পোস্টের নিচে ওমর সানী লেখেন— ‘লেখা তো তোর না, কে লিখেছে? ভাই ভালো থাকিস।’

এমন কমেন্ট করে বিপাকে পড়েছেন ওমর সানী। তার কমেন্টেই প্রথম ১৬ ঘণ্টায় রিয়েক্ট জমা পড়েছে ২ হাজারেরও বেশি। এর মধ্যে ১৭ শতাধিক হা হা হা রিয়েক্ট।

এ বিষয়ে গীতিকার ও নাট্যকার ইশতিয়াক আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক টাইমলাইনে ওই ঘটনা প্রসঙ্গে বলেন, ওমর সানী সবসময় আমার পছন্দের নায়ক ছিলো। ছোটবেলায় তার জন্য অনেক মন খারাপ লাগতো। সবাই শুধু তাকে মারতো। ভিলেন মারতো। নায়িকার বাবা মারতো। এমনকি নায়িকাও তাকে চাবুক দিয়ে মারতো। একটা মানুষ এতো বোকা হয় কীভাবে? একটা মানুষ এতো মার খাবে কেনো?

তিনি আরও লেখেন, আজ অনেকদিন পর ওমর সানীকে আবারও পেলাম। শাকিব খানের একটা ছবি আমার টাইমলাইনে চলে এলো। সুন্দর নায়কোচিত ছবি। উপরে ইংরেজি ক্যাপশন।

তার নিচে হাজারো জনতার সাথে চাপাচাপি করে ওমর সানী, আমার প্রিয় নায়কও একটা কমেন্ট করেছেন। কমেন্টটা পড়ে আবারও মন খারাপ হলো। আহারে লোকটা, এখনও বোকাই আছে। বোকা না হলে এই কমেন্ট কেউ করতে পারে না। বিশেষ করে কমেন্টের প্রথম অংশ। এসব শুধু বন্ধুরা বন্ধুকে পঁচাতে করতে পারে। আমি হাসতে গিয়েও হাসতে পারলাম না। তিনি দুনিয়াকে জানিয়ে দিচ্ছেন, বাংলাদেশের এক নম্বর নায়কের পক্ষে ইংরেজি ক্যাপশন লেখা সম্ভব না। এবং দুনিয়া এটাও জেনে গেছে, আমাদের নায়কদের শিক্ষা এবং কমনসেন্সের দৌড় কতটা ভয়াবহ…

চলচ্চিত্রকার সঞ্জয় সমাদ্দার তার ফেসবুক কমেন্টে বলেন, ‘এখন যদি আবার লাইভে আসেন এই ইস্যুতে সেই আতংকে আছি ভাই!’

সংগীতশিল্পী লুৎফর হাসান লেখেন, ভাই আমার পরিচিত। মাঝেমাঝে ফোন করেন। তাই এখানে লুৎফরীয় কমেন্ট থেকে বিরত থাকলাম।

রবিউল ইসলাম রবিন লেখেন, লোকটা চাবুকের আঘাত পেতে পেতে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে!

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার সেজুল হোসেন বলেন, ‘লেখা তো তোর না’ বলে শেষ লাইনে ‘ভাই ভালো থাকিস’ লিখে শাকিব খানের পাল্টা প্রতিরোধের সব শক্তি কেড়ে নেওয়ার জন্য ওমর সানীর এই প্রতিভায় আমি মুগ্ধ।

বিনোদন সাংবাদিক নাহিয়ান ইমন একটি স্ক্রিনশট শেয়ার করেন। যাতে দেখা যায়, ভারতীয় অভিনেত্রী শ্রীলেখার ফেসবুক টাইমলাইনেও কমেন্ট করছেন ওমর সানী।