ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

খালেদা জিয়া আগামী সপ্তাহে লন্ডন যাচ্ছেন

অাকাশ নিউজ ডেস্ক:

চিকিৎসার জন্য আগামী সপ্তাহে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া। ইতোমধ্যে তার ভিসা সম্পন্ন হয়েছে। তার একান্ত সচিব আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা বেগমের ভিসাও হয়েছে বলে জানা গেছে। তবে খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, এখনও আনুষ্ঠানিক দিন-তারিখ ঠিক হয়নি, আরও ২/১ দিন সময় লাগতে পারে।

বিএনপি নেতারা জানান, চেয়ারপারসন খালেদা জিয়া আগামী শনিবার কিংবা রোববার লন্ডন যেতে পারেন। এতদিন তার একান্ত সচিব ও গৃহকর্মীর ভিসা ছিল না। তাদেরও ভিসা হয়ে গেছে। এ ছাড়া তার যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। তিনি লন্ডনে যে চিকিৎসককে দেখাবেন তার সঙ্গেও অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। লন্ডনে চেয়ারপারসন খালেদা জিয়ার সফরসঙ্গী হতে পারেন দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটির সদস্যসহ চার থেকে পাঁচজন।

দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, লন্ডনে চোখ ও পায়ের চিকিৎসা করাবেন খালেদা জিয়া। এর আগেও তিনি সেখানে চিকিৎসা করিয়েছেন। ঈদুল আজহা শেষ করে দেশে ফেরার ইচ্ছা ছিল তার।কিন্তু দেশে ফেরার পর নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখার প্রস্তাব তুলে ধরবেন খালেদা জিয়া। এ ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপ, সহায়ক সরকারের পক্ষে জনমত গড়ে তোলাসহ বিভিন্ন বিষয় রয়েছে। এ জন্য এই সময়টা কাজে লাগাতে চান তিনি। এসব কার্যক্রমের কারণেই তিনি লন্ডনে বেশি দিন থাকবেন না বলে জানা গেছে।

সূত্র জানায়, আগামী নির্বাচন সামনে রেখে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলছেন খালেদা জিয়া। এর মধ্যে রয়েছে জাতীয় নির্বাচন, স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ, জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ কয়েকটি পদায়ন, জেলা কমিটি গঠন এবং সরকারবিরোধী আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা। এসব নিয়ে আলোচনা করতে দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাও যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে যেতে পারেন। দলের ভবিষ্যৎ কর্মপন্থা, আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী, প্রতিবেশী ভারতের সঙ্গে বিএনপির কী ধরনের সম্পর্ক রয়েছে তা নিয়েও তারেক রহমানের সঙ্গে পরামর্শ করবেন খালেদা জিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

খালেদা জিয়া আগামী সপ্তাহে লন্ডন যাচ্ছেন

আপডেট সময় ০৬:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

চিকিৎসার জন্য আগামী সপ্তাহে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া। ইতোমধ্যে তার ভিসা সম্পন্ন হয়েছে। তার একান্ত সচিব আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা বেগমের ভিসাও হয়েছে বলে জানা গেছে। তবে খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, এখনও আনুষ্ঠানিক দিন-তারিখ ঠিক হয়নি, আরও ২/১ দিন সময় লাগতে পারে।

বিএনপি নেতারা জানান, চেয়ারপারসন খালেদা জিয়া আগামী শনিবার কিংবা রোববার লন্ডন যেতে পারেন। এতদিন তার একান্ত সচিব ও গৃহকর্মীর ভিসা ছিল না। তাদেরও ভিসা হয়ে গেছে। এ ছাড়া তার যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। তিনি লন্ডনে যে চিকিৎসককে দেখাবেন তার সঙ্গেও অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। লন্ডনে চেয়ারপারসন খালেদা জিয়ার সফরসঙ্গী হতে পারেন দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটির সদস্যসহ চার থেকে পাঁচজন।

দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, লন্ডনে চোখ ও পায়ের চিকিৎসা করাবেন খালেদা জিয়া। এর আগেও তিনি সেখানে চিকিৎসা করিয়েছেন। ঈদুল আজহা শেষ করে দেশে ফেরার ইচ্ছা ছিল তার।কিন্তু দেশে ফেরার পর নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখার প্রস্তাব তুলে ধরবেন খালেদা জিয়া। এ ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপ, সহায়ক সরকারের পক্ষে জনমত গড়ে তোলাসহ বিভিন্ন বিষয় রয়েছে। এ জন্য এই সময়টা কাজে লাগাতে চান তিনি। এসব কার্যক্রমের কারণেই তিনি লন্ডনে বেশি দিন থাকবেন না বলে জানা গেছে।

সূত্র জানায়, আগামী নির্বাচন সামনে রেখে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলছেন খালেদা জিয়া। এর মধ্যে রয়েছে জাতীয় নির্বাচন, স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ, জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ কয়েকটি পদায়ন, জেলা কমিটি গঠন এবং সরকারবিরোধী আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা। এসব নিয়ে আলোচনা করতে দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাও যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে যেতে পারেন। দলের ভবিষ্যৎ কর্মপন্থা, আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী, প্রতিবেশী ভারতের সঙ্গে বিএনপির কী ধরনের সম্পর্ক রয়েছে তা নিয়েও তারেক রহমানের সঙ্গে পরামর্শ করবেন খালেদা জিয়া।