আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে লাগাতার রকেট হামলা হয়েছে।
ডয়চে ভেলে জানিয়েছে, আনবার প্রদেশের ওই সামরিক ঘাঁটিতে পর পর ১৪টি রকেট আঘাত হানে। এতে দুই মার্কিন সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে দেশটির প্রতিরোধকামী সংগঠনগুলো গত কয়েক মাস ধরে যে হামলা চালিয়েছে, তার অংশ হিসেবে এই রকেট হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইরাকের নিরাপত্তা বাহিনীর এক সদস্য জানিয়েছেন, একটি ট্রাকে করে রকেট লঞ্চারগুলো নিয়ে আসা হয়েছিল। ময়দার বস্তার ভেতর সেগুলো রাখা ছিল। শিয়া গোষ্ঠী আল-মুহান্দি এ কাজ করেছে বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা। এর আগেও তারা ইরাকে মার্কিন সেনাদের ওপর আক্রমণ চালিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























