ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‌‌‘হা‌উজ পার্টি ছাড়া আর কিছু হবে না’, শ্রাবন্তীকে কটাক্ষ অঙ্কুশের?

আকাশ বিনোদন ডেস্ক :

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এর মধ্য দিয়ে পায়েল সরকারের পর টালিউডের আরও এক প্রথমসারির অভিনেত্রী নাম লেখালেন গেরুয়া শিবিরে। শ্রাবন্তীর এই দলবদলের খবর জানতেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটিয়েছেন আরেক টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা।

টুইট বার্তায় কটাক্ষের ছলে এই অভিনেতা নিজের প্রশ্ন রেখে বলেন টলিউডের বর্তমান ছবি, ‘আমিও ভাবছিলাম কোন ‘পাওরি’তে (পার্টি) যোগ দিই?’ তার পরেই ব্যঙ্গোক্তি, ‘বুঝলাম, আমার দ্বারা ‘হাউজ পাওরি (পার্টি)’ ছাড়া আর কিছু হবে না। তাও সেটা যদি অন্য কেউ স্পনসর করে।’ নতুন ‘পাওরি (পার্টি) ভার্সন’কে ঢাল বানিয়ে আদতে যে তারকাদের লাগাতার দলবদলকেই কটাক্ষ করেছেন অঙ্কুশ, তা বুঝেছেন সবাই।

এদিকে, শ্রাবন্তীর বিজেপিতে যোগ দেওয়ার খবরে অবাক হয়েছেন তার ‍তৃতীয় স্বামী রোশান সিং। তিনি বলেছেন, ‌‌‘শ্রাবন্তী যে বিজেপি-তে যাবে, তার কোনও আভাস আমি পাইনি। আমাদের অবশ্য এখন আর কোনও কথা হয় না। ৬ মাস হয়ে গেল কেউ কারও খবর রাখি না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

‌‌‘হা‌উজ পার্টি ছাড়া আর কিছু হবে না’, শ্রাবন্তীকে কটাক্ষ অঙ্কুশের?

আপডেট সময় ১০:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১

আকাশ বিনোদন ডেস্ক :

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এর মধ্য দিয়ে পায়েল সরকারের পর টালিউডের আরও এক প্রথমসারির অভিনেত্রী নাম লেখালেন গেরুয়া শিবিরে। শ্রাবন্তীর এই দলবদলের খবর জানতেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটিয়েছেন আরেক টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা।

টুইট বার্তায় কটাক্ষের ছলে এই অভিনেতা নিজের প্রশ্ন রেখে বলেন টলিউডের বর্তমান ছবি, ‘আমিও ভাবছিলাম কোন ‘পাওরি’তে (পার্টি) যোগ দিই?’ তার পরেই ব্যঙ্গোক্তি, ‘বুঝলাম, আমার দ্বারা ‘হাউজ পাওরি (পার্টি)’ ছাড়া আর কিছু হবে না। তাও সেটা যদি অন্য কেউ স্পনসর করে।’ নতুন ‘পাওরি (পার্টি) ভার্সন’কে ঢাল বানিয়ে আদতে যে তারকাদের লাগাতার দলবদলকেই কটাক্ষ করেছেন অঙ্কুশ, তা বুঝেছেন সবাই।

এদিকে, শ্রাবন্তীর বিজেপিতে যোগ দেওয়ার খবরে অবাক হয়েছেন তার ‍তৃতীয় স্বামী রোশান সিং। তিনি বলেছেন, ‌‌‘শ্রাবন্তী যে বিজেপি-তে যাবে, তার কোনও আভাস আমি পাইনি। আমাদের অবশ্য এখন আর কোনও কথা হয় না। ৬ মাস হয়ে গেল কেউ কারও খবর রাখি না।’