আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি জসিম উদ্দিন। তিনি লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস, ইসলামী ঐক্যজোটের নেতা এবং মুফতি ফজলুল হক আমিনীর মেয়ের জামাতা।
মঙ্গলবার বিকালে লালবাগ শাহী মসজিদের গেইটে এই ঘটনা ঘটে। তিনি তখন লালবাগ মাদ্রাসা থেকে লালমাটিয়ার বাসায় যাচ্ছিলেন। তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুফতি জসিমের স্বজনরা জানান, দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার পিঠ থেকে অনেক রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে মুফতি জসিমের ওপর হামলার বিচার দাবি করেছে ইসলামী ঐক্যজোট। তার এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
আকাশ নিউজ ডেস্ক 



















