আকাশ জাতীয় ডেস্ক:
হামারি করোনায় প্রাণ হারালেন গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শহীদুল্লাহ শহীদ।
বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার আকস্মিক মৃত্যুতে নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্কয়ারে আনার আগে এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান শহীদুল্লাহ শহীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সদ্য প্রয়াত মেয়র প্রার্থী শহীদুল্লাহ শহীদ শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, আজই তার মরদেহ শ্রীপুরে নেয়া হবে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।
শহীদুল্লাহ শহীদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আকাশ নিউজ ডেস্ক 



















