অাকাশ নিউজ ডেস্ক:
মানুষের জীবনের লক্ষ্য হলো দুনিয়া ও পরকালের চূড়ান্ত সফলতা লাভ করা। এ সফলতা লাভকারী ব্যক্তি হচ্ছে তারাই, যারা দুনিয়ার জীবনে সৎ কাজ করে, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখে। পাশাপাশি অন্যদেরকেও অন্যায় পথ থেকে বিরত রেখে ন্যায় ও কল্যাণের পথ দেখায়।
কুরআনুল কারিম আল্লাহ তাআলা সফলতা লাভকারী ব্যক্তিদের পরিচয় এভাবে তুলে ধরেছেন, ‘তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা (মানুষকে সত্য ও) ন্যায়ের আদেশ দেবে এবং (অসত্য ও) অন্যায় কাজ থেকে বিরত রাখবে (অতঃপর যারা এ দলে শামিল হবে) সত্যিকারার্থে তারাই সাফল্যমণ্ডিত হবে। (সুরা আল-ইমরান : আয়াত ১০৪)
সফলতা লাভকারী ব্যক্তিদের রয়েছে ৩টি মৌলিক গুণ:
১. আল্লাহ তাআলার প্রতি থাকবে তাদের অবিচল আস্থা এবং বিশ্বাস।
২. তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের আপোসহীন অনুসরণ করবে।
৩. শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় মানুষের প্রতি পরিপূর্ণ ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে।
আকাশ নিউজ ডেস্ক 
























