আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল অতীত ভুলে আবার নতুন করে শুরু করতে চান। ফিটনেসে দারুণ উন্নতি করেছেন তিনি। সোমবার বিপ টেস্টে অবাক করার মতো স্কোর করেছেন মোহাম্মদ আশরাফুল। বিপ টেস্টে ন্যূনতম স্কোর ধরা হয়েছে ১১। কিন্তু আশরাফুলের স্কোর ১১.৪।
একসময় আশারাফুল ছিলেন বাংলাদেশ দলের বড় তারকা। কিন্তু ফিক্সিংয়ে জড়ানোর কারণে থেমে যায় তার সম্ভাবনাময়ী ক্যারিয়ার। তবে, ক্রিকেটে ফিরতে চেষ্টার কোনো ত্রুটি করছেন না তিনি। গত ২-৩ মাস তিনি ফিটনেস নিয়ে কাজ করেছেন। ঢাকার আশেপাশে খেলেছেন বেশ কিছু ম্যাচও। সবকিছু মিলিয়ে আশরাফুল এখন নতুন কিছুর স্বপ্ন দেখছেন।
আগামী ২২ বা ২৩ নভেম্বর শুরু হতে পারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টে যে সমস্ত ক্রিকেটার অংশ নিতে চান তাদের ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে। সোমবার মিরপুরে ফিটনেস টেস্টে অংশ নেন আশরাফুল। বিপ টেস্টে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তিনি। আসন্ন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল পাবেন এবং ভালো পারফরম্যান্স করবেন বলে আশাবাদী মোহাম্মদ আশরাফুল।
এদিন তিনি বলেছেন, ‘আমি নতুনভাবে শুরু করতে চাচ্ছি। আমি আত্মবিশ্বাসী। ফিটনেস ও স্কিলে উন্নতি করতে সর্বাত্মক চেষ্টা করছি। ৮-৯ মাস আগে আমি এটা চিন্তাও করিনি। এখন যে অবস্থায় এসেছি তাতে নতুন কিছুর আশা আছে। সবকিছু মিলিয়ে আমি অতীত ভুলে সামনের দিকে এগোব।’
আশরাফুলের বয়স ৩৬ বছর পেরিয়েছে। কিন্তু বয়সের কোনো ছাপ শরীরে পড়তে দেননি তিনি। তরুণ ক্রিকেটারদের যেরকম ফিটনেস থাকে সেরকম ফিটনেসই ধরে রাখার চেষ্টা করছেন তিনি। সেই সাথে স্কিলে উন্নতি করতে নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন সাবেক এই টাইগার অধিনায়ক।
মোহাম্মদ আশরাফুল বলেন, ‘অনূর্ধ্ব-২৩ ছেলেদের সঙ্গে যে ফিটনেস লেভেল থাকে সেটা করছি। আর স্কিলের কারণেই শুরু থেকেই মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছেন। ওই স্কিলটা আরো ভালো হয়েছে বলে মনে করি।’
আকাশ নিউজ ডেস্ক 























