আকাশ বিনোদন ডেস্ক :
কলকাতার খ্যাতিমান অভিনেতা মৌমিত্র চট্টোপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত। জানা গেছে, সোমবার তার নামে বেড বুক করা হয় মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার তাকে সেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তরফ থেকেও জানানো হয়েছে, সৌমিত্রের করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ।
হাসপাতাল সূত্রে খবর, সোমবার রাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ফোন করা হয় ওই বেসরকারি হাসপাতালে। তখনই অভিনেতার জন্য বেডের ব্যবস্থা করতে বলে হয়। এরপর মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তাকে হাসপাতালে নেয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনার রিপোর্ট পজেটিভ হলেও তার অবস্থা আপাতত স্থিতিশীল। তাকে আগামী কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি অভিনেতার চিকিৎসার জন্য একটি মেডিকেল টিমও গঠন করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























