আকাশ জাতীয় ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় অপহরণের দীর্ঘ ১ মাস ২ দিন অতিবাহিত হওয়ার পরও উদ্ধার হয়নি চার বাংলাদেশি নাগরিক।
দেশটির ফ্রি স্টেইট প্রদেশের সেনেরকাল শহর থেকে ভেলকম শহরে আসার পথে গাড়িসহ হারিয়ে যায় নোয়াখালী বেগমগঞ্জের পলাশ, ফরহাদ, চাটখিলের মহসিন এবং সিলেটের রাসেল।
আগস্ট মাসের ২৬ তারিখ এ ঘটনা সংঘটিত হওয়ার পর নিকটস্থ পুলিশ স্টেশনে প্রথমে অভিযোগ এবং পরে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের গোয়েন্দা সংস্থা মামলাটি দীর্ঘ ১ মাস ধরে তদন্ত করলেও অপহৃত চার বাংলাদেশি নাগরিককে উদ্ধারে কোনো সফলতা আসেনি। এমনকি অপহৃত চার বাংলাদেশি কোথায় আছে, কারা কেন অপহরণ করেছে কিংবা অপহরণকারীরা এখনও তাদের বাঁচিয়ে রেখেছে কিনা- এসব প্রশ্নের কোনো উত্তর বের করতে পারেনি গোয়েন্দা সংস্থা।
মামলাটির তদন্তে অগ্রগতির জন্য পুলিশের গোয়েন্দা সংস্থাকে সম্ভাব্য যাবতীয় তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করে আসছেন বাংলাদেশ পরিষদের কয়েকজন নেতা। তবে তারাও এ ব্যাপারে মুখ খুলছেন না বরং অপেক্ষার কথা বলে যাচ্ছেন।
এই অপহৃত বাংলাদেশি নাগরিকদের দেশের বাড়িতে শোকের মাতম চলছে।
আকাশ নিউজ ডেস্ক 

























