ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

ইসিতে চিঠি: আ. লীগের সব পর্যায়ের কমিটিতে নারী নেতৃত্ব ১৫ শতাংশ

অাকাশ নিউজ ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের কমিটিতে ১৫ শতাংশ মহিলা সদস্য রয়েছে। ২০২০ সালের মধ্যে এ সংখ্যা ৩৩ শতাংশে উন্নীত হবে বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে দলটি। ইসিকে দেওয়া দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। রবিবার এ চিঠি কমিশনে পাঠিয়েছে দলটি।

এর আগে কমিশন থেকে আওয়ামী লীগসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে অগ্রগতি জানতে চেয়ে গত মাসের মাঝামাঝি ইসি চিঠি দিয়েছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে ওই চিঠির জবাবে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন। সংগঠনের ৬৪টি জেলা ও ১২টি মহানগর নিয়ে মোট ৭৮টি সাংগঠনিক জেলা কমিটি রয়েছে। এছাড়া তাদের ৪৯০টি উপজেলা, ৩২৩টি পৌরসভা ও ৪ হাজার ৫৫০টি ইউনিয়ন কমিটি রয়েছে। তৃণমূল পর্যায়ে পৌরসভা ও ইউনিয়নে ওয়ার্ড কমিটি রয়েছে। আওয়ামী লীগের সর্বমোট ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সভাপতিসহ মোট ১৫জন নারী সদস্য রয়েছেন। এছাড়া আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগ রয়েছে। এ তিন সংগঠনের সব পর্যায়ের কমিটিতে শতভাগ নারী সদস্য রয়েছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমানে জুন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিসহ সব জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে ১৫ শতাংশ নারী সদস্য রয়েছেন। আগামী ২০২০ সালে কেন্দ্রীয় কমিটি থেকে তৃণমূল পর্যন্ত সব স্তরে ৩৩শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করতে সক্ষম হবে।

প্রসঙ্গত, আরপিও অনুযায়ী ২০২০ সালের মধ্যে সব রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বাধ্যবাধকতা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

ইসিতে চিঠি: আ. লীগের সব পর্যায়ের কমিটিতে নারী নেতৃত্ব ১৫ শতাংশ

আপডেট সময় ১২:০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের কমিটিতে ১৫ শতাংশ মহিলা সদস্য রয়েছে। ২০২০ সালের মধ্যে এ সংখ্যা ৩৩ শতাংশে উন্নীত হবে বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে দলটি। ইসিকে দেওয়া দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। রবিবার এ চিঠি কমিশনে পাঠিয়েছে দলটি।

এর আগে কমিশন থেকে আওয়ামী লীগসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে অগ্রগতি জানতে চেয়ে গত মাসের মাঝামাঝি ইসি চিঠি দিয়েছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে ওই চিঠির জবাবে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন। সংগঠনের ৬৪টি জেলা ও ১২টি মহানগর নিয়ে মোট ৭৮টি সাংগঠনিক জেলা কমিটি রয়েছে। এছাড়া তাদের ৪৯০টি উপজেলা, ৩২৩টি পৌরসভা ও ৪ হাজার ৫৫০টি ইউনিয়ন কমিটি রয়েছে। তৃণমূল পর্যায়ে পৌরসভা ও ইউনিয়নে ওয়ার্ড কমিটি রয়েছে। আওয়ামী লীগের সর্বমোট ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সভাপতিসহ মোট ১৫জন নারী সদস্য রয়েছেন। এছাড়া আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগ রয়েছে। এ তিন সংগঠনের সব পর্যায়ের কমিটিতে শতভাগ নারী সদস্য রয়েছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমানে জুন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিসহ সব জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে ১৫ শতাংশ নারী সদস্য রয়েছেন। আগামী ২০২০ সালে কেন্দ্রীয় কমিটি থেকে তৃণমূল পর্যন্ত সব স্তরে ৩৩শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করতে সক্ষম হবে।

প্রসঙ্গত, আরপিও অনুযায়ী ২০২০ সালের মধ্যে সব রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বাধ্যবাধকতা রয়েছে।