আকাশ স্পোর্টস ডেস্ক:
করোনা আবহেই ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফর দিয়ে দীর্ঘসময় পর ফের বাইশ গজের লড়াইয়ে নামবে টাইগাররা। সফরের প্রস্তুতি স্বরূপ খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলন চলছে। আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর আগে খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতে নতুন কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির সুযোগ-সুবিধা ব্যবহার করে খেলোয়াড়রা এতদিন ব্যক্তি উদ্যোগে অনুশীলন করছিলেন। ব্যক্তি উদ্যোগের সেই অনুশীলনের শুরুতে স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি থাকলেও ঠিকই অনুশীলনে হানা দিয়েছে করোনা। ওপেনার সাইফ হাসানসহ ট্রেনার নিকোলাম ট্রেভর লি করোনায় আক্রান্ত হয়েছেন।
ছোঁয়াচে এই ভাইরাসে আক্রান্ত হলে খেলোয়াড়দের শ্রীলঙ্কা সফরই পণ্ড হয়ে যেতে পারে। সর্তক বিসিবি তাই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামকে দুটি জোনে ভাগ করেছে, যা সংক্রমণের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনবে।
গ্রিন জোন ও রেড জোন নামের এই বিভাজনে গ্রিন জোন থাকছে খেলোয়াড়দের ব্যবহারের জন্য। ড্রেসিংরুম, জিমনেশিয়াম ও খেলোয়াড়দের অনুশীলন এলাকা থাকবে গ্রিন জোনের অন্তর্ভুক্ত। খেলোয়াড়, কোচ ও অনুশীলন সংশ্লিষ্টরা ছাড়া অন্য কেউ এখানে বিচরণ করতে পারবেন না।
একইভাবে রেড জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে বিসিবির স্টাফদের জন্য। স্টাফদের জন্য যেসব এলাকা, কক্ষ ও স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেখানে কোনো ক্রিকেটার বা গ্রিন জোনের সদস্য প্রবেশ করতে পারবেন না। শ্রীলঙ্কাগামী টাইগারদের ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানোর জন্যই এই সিদ্ধান্ত।
গ্রিন জোন ও রেড জোন পৃথকীকরণের জন্য প্রত্যেককেই নিজ নিজ জোন অনুযায়ী পরিচয়পত্র বা কার্ড দেওয়া হবে। নিজের জোনে প্রবেশ করতে হলে বাধ্যতামূলকভাবে এই কার্ড প্রদর্শন করতে হবে। গ্রিন জোনে প্রবেশ করতে লাগবো করোনা নেগেটিভ সনদও।
আকাশ নিউজ ডেস্ক 
























