ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন’:হাসনাত চট্টগ্রামের স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স অভিবাসন নীতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জাতিসংঘের দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’:রেজাউল করিম ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না: প্রেস সচিব

সাবেক এমপি শামছুলসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

সাবেক সংসদ সদস্য (এমপি) প্রকৌশলী আলহাজ মো. শামছুল হক ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৯ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. মহাতাব উদ্দিন বাদী হয়ে দুদক, সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লায় মামলা দুইটি দায়ের করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন৷

প্রথম মামলায় আসামিরা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক এমপি শামছুল হক ভূঁইয়া, সহযোগী অধ্যাপক (ইতিহাস), লিয়েনে অধ্যক্ষ মোহাম্মদ মোহেববুল্লাহ খান এবং প্রভাষক বেলায়েত হোসেন খান৷

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা একে অপরের সহযোগিতায় প্রতারণার আশ্রয় নিয়ে জাল ডকুমেন্ট সৃজন ও ব্যবহার করে মোহাম্মদ মোহেববুল্লাহ খানকে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে স্থায়ীপদে ১৯৯৯ সালের ২১ মার্চ থেকে নিয়োগ দিয়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণ করে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত বেতন-ভাতা বাবদ সরকারি মোট এক কোটি দুই লাখ ৭২ হাজার ১৭২ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/ ৪৬৮/৪৭১/৪৭৭(ক)/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়েছে৷

অপর মামলাটিতে পূর্বোক্ত প্রকৌশলী আলহাজ মো. শামছুল হক ভূঁইয়া ও মো. বেলায়েত হোসেন খানসহ কানিজ ফাতেমা, প্রভাষক (দর্শন শাস্ত্র), গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুরকে আসামি করা হয়।

এই মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা একে অপরের সহযোগিতায় আসামি কানিজ ফাতেমার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি না থাকা সত্ত্বেও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে চাকরির আবেদন করে প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধভাবে প্রভাষক পদে নিয়োগের মাধ্যমে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণ করে বিগত ১৯৯৯ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত পর্যন্ত বেতন-ভাতা বাবদ সরকারি মোট ৩১ লাখ ৭২ হাজার ৯০৫ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

সাবেক এমপি শামছুলসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০৮:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

সাবেক সংসদ সদস্য (এমপি) প্রকৌশলী আলহাজ মো. শামছুল হক ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৯ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. মহাতাব উদ্দিন বাদী হয়ে দুদক, সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লায় মামলা দুইটি দায়ের করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন৷

প্রথম মামলায় আসামিরা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক এমপি শামছুল হক ভূঁইয়া, সহযোগী অধ্যাপক (ইতিহাস), লিয়েনে অধ্যক্ষ মোহাম্মদ মোহেববুল্লাহ খান এবং প্রভাষক বেলায়েত হোসেন খান৷

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা একে অপরের সহযোগিতায় প্রতারণার আশ্রয় নিয়ে জাল ডকুমেন্ট সৃজন ও ব্যবহার করে মোহাম্মদ মোহেববুল্লাহ খানকে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে স্থায়ীপদে ১৯৯৯ সালের ২১ মার্চ থেকে নিয়োগ দিয়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণ করে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত বেতন-ভাতা বাবদ সরকারি মোট এক কোটি দুই লাখ ৭২ হাজার ১৭২ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/ ৪৬৮/৪৭১/৪৭৭(ক)/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়েছে৷

অপর মামলাটিতে পূর্বোক্ত প্রকৌশলী আলহাজ মো. শামছুল হক ভূঁইয়া ও মো. বেলায়েত হোসেন খানসহ কানিজ ফাতেমা, প্রভাষক (দর্শন শাস্ত্র), গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুরকে আসামি করা হয়।

এই মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা একে অপরের সহযোগিতায় আসামি কানিজ ফাতেমার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি না থাকা সত্ত্বেও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে চাকরির আবেদন করে প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধভাবে প্রভাষক পদে নিয়োগের মাধ্যমে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণ করে বিগত ১৯৯৯ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত পর্যন্ত বেতন-ভাতা বাবদ সরকারি মোট ৩১ লাখ ৭২ হাজার ৯০৫ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।