আকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার বিএনপির এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে হাসপাতালের সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
আব্দুল মান্নান ঢাকা-২ আসনের একাধিকারের এমপি, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আকাশ নিউজ ডেস্ক 




















