ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার রাজধানীর তিন পয়েন্ট অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জনগণের বিশ্বাস অর্জনের দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমীর খসরু আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে :অর্থ উপদেষ্টা

বগুড়ায় শিশুদের যৌন হয়রানি, গণধোলাইয়ের পর যুবক কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শেরপুরে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখানো হয় তিন শিশুকন্যাকে। এসময় ওই শিশুদের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়াসহ যৌন হয়রানির চেষ্টা চালায় যুবক জুয়েল রানা। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে। এরপর গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় গত শনিবার (১৮ জুলাই) রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী এক শিশুর মা বাদী এই মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের তিনটি শিশু গত ১৪ জুলাই বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির বাইরে একসঙ্গে খেলাধুলা করছিল। এমন সময় পার্শ্ববর্তী এলাকার যুবক জুয়েল রানা ওই শিশুদের চকলেট খাওয়ানোর নামে তার শয়নঘরের মধ্যে নিয়ে যায়। কৌশলে ওই শিশুদের অশ্লীল ভিডিও দেখায় এবং তাদের যৌন হয়রানি করতে থাকে। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে জুয়েল রানাকে আটক করে গণধোলাই দেয়।

মামলার বাদী বলেন, জুয়েল ইতিপূর্বে বেশ কয়েকজন শিশুকন্যাকে যৌন হয়রানি করেছে। তাই তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জুয়েল রানার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় শিশুদের যৌন হয়রানি, গণধোলাইয়ের পর যুবক কারাগারে

আপডেট সময় ০৫:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শেরপুরে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখানো হয় তিন শিশুকন্যাকে। এসময় ওই শিশুদের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়াসহ যৌন হয়রানির চেষ্টা চালায় যুবক জুয়েল রানা। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে। এরপর গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় গত শনিবার (১৮ জুলাই) রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী এক শিশুর মা বাদী এই মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের তিনটি শিশু গত ১৪ জুলাই বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির বাইরে একসঙ্গে খেলাধুলা করছিল। এমন সময় পার্শ্ববর্তী এলাকার যুবক জুয়েল রানা ওই শিশুদের চকলেট খাওয়ানোর নামে তার শয়নঘরের মধ্যে নিয়ে যায়। কৌশলে ওই শিশুদের অশ্লীল ভিডিও দেখায় এবং তাদের যৌন হয়রানি করতে থাকে। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে জুয়েল রানাকে আটক করে গণধোলাই দেয়।

মামলার বাদী বলেন, জুয়েল ইতিপূর্বে বেশ কয়েকজন শিশুকন্যাকে যৌন হয়রানি করেছে। তাই তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জুয়েল রানার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।