আকাশ জাতীয় ডেস্ক:
ঈদের কমপক্ষে এক সপ্তাহ আগে সব শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখা। একই সঙ্গে দুর্নীতি ও লুটপাটের দায় শ্রমিকের ওপর চাপিয়ে পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করারও দাবি জানায় সংগঠনটি।
শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দুর্নীতি ও লুটপাটের দায় শ্রমিকের ওপর চাপিয়ে পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, পিপিপি নয় পাটকলের আধুনিকায়ন করা, ঈদের এক সপ্তাহ আগে সব শ্রমিকের বকেয়া মজুরি ও বোনাস পরিশোধ, সরকারি খরচে সব শ্রমিকের করোনা পরীক্ষা ও চিকিৎসা এবং শ্রমিকদের রেশন ও খাদ্য সহায়তার দাবিতে’ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা এ দাবি জানান।
সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন, সংগঠনের মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফারুখ হোসেন, সহ-সম্পাদক মনির হোসেন মলি, আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক রুবেল মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ঈদের সাতদিন আগে সব শ্রমিকের বকেয়া বেতন-বোনাস পরিশোধ করতে হবে। কোনো কারখানা মালিক বেতন-বোনাস দিতে ব্যর্থ হলে এবং এ থেকে যেকোনো পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় দায়িত্ব সরকার ও মালিককেই নিতে হবে।
বক্তারা করোনা মোকাবিলায় সরকারি খরচে সব শ্রমিকের করোনা পরীক্ষা ও চিকিৎসা দায়িত্ব নেওয়া, করোনা প্রভাবে কর্মহীন হয়ে পরা শ্রমজীবী মানুষদের নগদ সহায়তা প্রদান, রেশন ও খাদ্য সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান এবং শ্রমিক ছাঁটাই-নির্যাতন ও মিথ্যা মামলা বন্ধ করারও জোর দাবি জানান।
আকাশ নিউজ ডেস্ক 



















