ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

অবসর ভেঙে তিন বছর পর স্পেন দলে ডেভিড ভিয়া!

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

অবসরের তিন বছর হঠাৎ স্পেনের ফুটবল দলে ফিরলেন ডেভিড ভিয়া। স্পেনের ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বাধিক গোলের মালিক এ স্ট্রাইকার। দেশের হয়ে করেছেন ৯৭ ম্যাচে ৫৯ গোল। ৪৪ গোল নিয়ে তার পরে আছেন রাউল গঞ্জালেস।

২০১০ বিশ্বকাপের শিরোপাজয়ী স্পেন দল ২০১৪-ব্রাজিল বিশ্বকাপের গ্রুপপর্বে থেকেই বিদায় নেয়। অমন লজ্জাজনক ঘটনার পর জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেন ডেভিড ভিয়া। কিন্তু বার্সেলোনার সাবেক এ স্ট্রাইকার তারপরও ক্লাব ফুটবলে খেলে যাচ্ছিলেন। ২০১৫ সালে যুক্তারষ্ট্রের লীগ সকার লীগে নিউ ইয়র্ক সিটিতে যোগ দেন তিনি। দলটির হয়ে নিজের প্রথম ২৩ ম্যাচেই করেন ১৯ গোল। তবে এখন তিনি ধারে (লোন) খেলেন অস্ট্রেলিয়ার ফুটবল লীগে মেলবোর্ন সিটিতে। ইউরোপ-ফুটবলের অনুপস্থিতিতে আলোচনার বাইরে চলে গিয়েছিলেন ডেভিড ভিয়া। কিন্তু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ৩ বছর পর হুট করে আলোচনায় তিনি। তিন বছর পর অবসর ভেঙে স্পেনের জাতীয় দলে দলে ফিরলেন ভিয়া।

২০১৮-বিশ্বকাপের বাছাইপর্বে ৩ ও ৬ সেপ্টেম্বর ইতালি ও লিখটেনস্টাইনের বিপক্ষের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেনের কোচ ইউলেন লোপেতেগা। তার ঘোষিত ২৬ সদস্যের দলে রয়েছেন ডেভিড ভিয়া। ২০১৪ সালে ভিয়ার অবসরের পর স্পেনের প্রধান স্ট্রাইকার হিসেবে খেলতেন দিয়েগো কস্তা। ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসির হয়ে গত মৌসুমে দারুণ খেলেন তিনি। কিন্তু চলতি মৌসুমে তার দল বদল নিয়ে চলছে আলোচনা। কিন্তু ব্রাজিলে জন্ম নেয়া স্পেনের নাগরিকত্ব নেয়া এ খেলোয়াড়কে এবার আর স্পেন দলে রাখা হয়নি।

স্পেনের ২৬ সদস্যের দল
গোলরক্ষক: ডেভিড ডি গিয়া, পেপে রেইনা ও কেপা।
ডিফেন্ডার: আলবা, আজপিকুয়েতা, বারতারা, কারভাহাল, নাচো, মনরিয়েল ও সার্জিও রামোস।
মিডফিল্ডার: ইসকো, থিয়াগো, বুসকেটস, সুসো, সিলভা, ইনিয়েস্তা, সাউল ও কোকে।
ফরোয়ার্ড: আসেনসিও, আসপাস, ডিউলোফিউ, ভিতোলো, মোরাতা, পেদ্রো ও ডেভিড ভিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

অবসর ভেঙে তিন বছর পর স্পেন দলে ডেভিড ভিয়া!

আপডেট সময় ০৬:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

অবসরের তিন বছর হঠাৎ স্পেনের ফুটবল দলে ফিরলেন ডেভিড ভিয়া। স্পেনের ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বাধিক গোলের মালিক এ স্ট্রাইকার। দেশের হয়ে করেছেন ৯৭ ম্যাচে ৫৯ গোল। ৪৪ গোল নিয়ে তার পরে আছেন রাউল গঞ্জালেস।

২০১০ বিশ্বকাপের শিরোপাজয়ী স্পেন দল ২০১৪-ব্রাজিল বিশ্বকাপের গ্রুপপর্বে থেকেই বিদায় নেয়। অমন লজ্জাজনক ঘটনার পর জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেন ডেভিড ভিয়া। কিন্তু বার্সেলোনার সাবেক এ স্ট্রাইকার তারপরও ক্লাব ফুটবলে খেলে যাচ্ছিলেন। ২০১৫ সালে যুক্তারষ্ট্রের লীগ সকার লীগে নিউ ইয়র্ক সিটিতে যোগ দেন তিনি। দলটির হয়ে নিজের প্রথম ২৩ ম্যাচেই করেন ১৯ গোল। তবে এখন তিনি ধারে (লোন) খেলেন অস্ট্রেলিয়ার ফুটবল লীগে মেলবোর্ন সিটিতে। ইউরোপ-ফুটবলের অনুপস্থিতিতে আলোচনার বাইরে চলে গিয়েছিলেন ডেভিড ভিয়া। কিন্তু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ৩ বছর পর হুট করে আলোচনায় তিনি। তিন বছর পর অবসর ভেঙে স্পেনের জাতীয় দলে দলে ফিরলেন ভিয়া।

২০১৮-বিশ্বকাপের বাছাইপর্বে ৩ ও ৬ সেপ্টেম্বর ইতালি ও লিখটেনস্টাইনের বিপক্ষের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেনের কোচ ইউলেন লোপেতেগা। তার ঘোষিত ২৬ সদস্যের দলে রয়েছেন ডেভিড ভিয়া। ২০১৪ সালে ভিয়ার অবসরের পর স্পেনের প্রধান স্ট্রাইকার হিসেবে খেলতেন দিয়েগো কস্তা। ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসির হয়ে গত মৌসুমে দারুণ খেলেন তিনি। কিন্তু চলতি মৌসুমে তার দল বদল নিয়ে চলছে আলোচনা। কিন্তু ব্রাজিলে জন্ম নেয়া স্পেনের নাগরিকত্ব নেয়া এ খেলোয়াড়কে এবার আর স্পেন দলে রাখা হয়নি।

স্পেনের ২৬ সদস্যের দল
গোলরক্ষক: ডেভিড ডি গিয়া, পেপে রেইনা ও কেপা।
ডিফেন্ডার: আলবা, আজপিকুয়েতা, বারতারা, কারভাহাল, নাচো, মনরিয়েল ও সার্জিও রামোস।
মিডফিল্ডার: ইসকো, থিয়াগো, বুসকেটস, সুসো, সিলভা, ইনিয়েস্তা, সাউল ও কোকে।
ফরোয়ার্ড: আসেনসিও, আসপাস, ডিউলোফিউ, ভিতোলো, মোরাতা, পেদ্রো ও ডেভিড ভিয়া।