অাকাশ জাতীয় ডেস্ক:
দুই বছরের ছেলে রসুল শেখকে শ্বাসরোধে হত্যা করে মা ফরিদা বেগম (২৫) আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে ফরিদপুরে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ের বরাইল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মধুখালীর উপজেলার গাজনা ইউপির চেয়ারম্যান মান্নান মোল্লা বলেন, ৭নং ওয়ার্ডের বড়াইল গ্রামের দিন মজুর আমীর শেখ ওরফে ফেলার পরিবারের অভাব অনটনের কারণেই এমনটি ঘটেছে বলে স্থানীয়দের কাছ থেকে জেনেছি। গাজনা ইউনিয়নের স্থানীয় সদস্য আলমগীর হোসেন কবির শুক্রবার সকালে ফেলার বড় ভাই আলমগীরের স্ত্রীর সাথে ফরিদার কথাকাটা কাটি হয়। পরে ফরিদা ঘরে গিয়ে রসুল শেখকে শ্বাসরোধ করে করে নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন জানান, পারিবারিক কলহ ও অভাব- অনটন থেকে এমনটি হতে পারে বলে তাদের প্রাথমিক ধারনা। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ দুটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























