আকাশ জাতীয় ডেস্ক:
রেলমন্ত্রী নূরুল ইসলাম সূজন বলেছেন, সারাদেশে রেলওয়ের মাধ্যমে শাক সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহণের জন্য বিদেশ থেকে আরও ৫০ টি অত্যাধুনিক লাগেজ ভ্যান আমদানি করছে বাংলাদেশ রেলওয়ে। এসব লাগেজ ভ্যান শীতাতপ নিয়ন্ত্রিত হবে।
আজ শনিবার দুপুরে মন্ত্রী তার নির্বাচনী এলাকা দেবীগঞ্জ সরকারি কলেজ মাঠে দরিদ্র অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণের সময় তিনি এসব তথ্য জানান। এসময় তিনি আরও বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত এসব লগেজে মাছ, মাংস, ডিম, দুধ, শাক, সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহন করা যাবে।
তিনি বলেন, দেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত হয়েছিল। কিন্তু করোনাভাইরাস এসে আমরা কিছুটা হোঁচট খেয়েছি। এই সঙ্কট থেকে উত্তরনের জন্য একা একা খাবার খাবেন না। নিজের প্রতিবেশির খোঁজ খবর নিন। যারা না খেয়ে আছে তাদেরকে ব্যাক্তি, সংগঠনের উদ্যোগে খাবার পৌঁছে দিন। সবাই মিলে এসব দায়িত্ব নিলে এ সঙ্কট কেটে যাবে।
মন্ত্রী আরও বলেন, ত্রাণ বিতরণের যেন অনিয়ম না হয়। কারণ একই ব্যক্তি বার বার ত্রাণ পাচ্ছে আবার কেউ একবারোও পাচ্ছে না এমনটি যেন না হয়।
এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দেবীগঞ্জ পৌর প্রশাসক প্রত্যয় হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















