আকাশ জাতীয় ডেস্ক:
দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে সম্মুখযুদ্ধে থেকে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। এরই মধ্যে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। তাদের আত্মত্যাগে নিজেরা যেমন মহীয়ান হয়েছেন, একইভাবে গর্বিত করেছে বাংলাদেশ পুলিশকে।
বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ কথা বলেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা।
এআইজি বলেন, ‘মানুষের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ পুলিশের আরও দুই গর্বিত পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। এই আত্মত্যাগের মধ্য দিয়ে তারা নিজেরা যেমন মহিয়ান হয়েছেন, একইভাবে গর্বিত করেছে বাংলাদেশ পুলিশকে। এই আত্মত্যাগের জন্য বিনম্র শ্রদ্ধায় আমরা তাদের স্মরণ করছি।’
আজ ভোরে ডিএমপিতে কর্মরত পুলিশের এএসআই আবদুল খালেক এবং কনস্টেবল আশেক মাহমুদ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর আগে মঙ্গলবার রাতে জসিম উদ্দিন নামে পুলিশের এক সদস্যের মৃত্যু হয়। এ নিয়ে বাংলাদেশ পুলিশের তিন সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন।
মীর সোহেল রানা বলেন, ‘বাংলাদেশ পুলিশ তাদের পরিবারের পাশে রয়েছে। তাদের পরিবারের প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলাদেশ পুলিশ এই পরিবারগুলোর পাশে সর্বতোভাবে থাকবে।’
‘পুলিশের দুই লক্ষাধিক দেশপ্রেমিক সদস্য এই শোককে শক্তিতে পরিণত করে তারা তাদের জনসেবার ধারা অব্যাহত রাখবেন। যেভাবে জনগণকে আমরা সেবা দিয়ে যাচ্ছি, সেই ধারা অবশ্যই অব্যাহৃত থাকবে’ বলেন পুলিশের এই কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 



















