আকাশ জাতীয় ডেস্ক:
দেশ প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সঙ্গে বাড়ছে করোনা মোকাবিলায় সরকার ঘোষিত ছুটিও। এমন পরিস্থিতিতে দিশেহারা দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ। একবেলা আহারের জন্য ছোটাছুটি করছেন বিভিন্ন স্থানে।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর খিলগাঁও থানার সামনে এমনই পরিস্থিতি তৈরি হয়। ত্রাণের আশায় সেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত খেটে খাওয়া হাজারো মানুষ অবস্থান নেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা পাড়ামহল্লায় গিয়ে গিয়ে গরিবদের একটি তালিকা করছি। এ খবর অনেক এলাকায় মধ্যে ছড়িয়ে পড়লে একে একে আনুমানিক ২ হাজার নারী-পুরুষ থানার সামনে জড়ো হতে থাকেন। তারা মনে করেছেন, আমরা থানা থেকে ত্রাণ বিতরণ করছি।
ত্রাণের আশায় থানার সামনে জড়ো হাজারো নারী-পুরুষ, আমরা দ্রুত থানার সামনে একটি রশি দিয়ে ব্যারিকেড তৈরি করে, সেখানে কার্টন দিয়ে দু’টি বক্স তৈরি করে দিই। যাদের ত্রাণ প্রয়োজন তাদের নাম-ঠিকানা ও ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ওই বক্সে ভেতরে ফেলার অনুরোধ করেছি।
তিনি আরও জানান, হঠাৎ এতগুলো মানুষ একসঙ্গে থানার সামনে জড়ো হওয়ায় আমদের হিমশিম খেতে হয়েছে। পরে তাদের বোঝানো হয়েছে আপনারা দ্রুত বাড়িতে চলে যান। ত্রাণ আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এরপর তারা নাম-ঠিকানা ওই বক্সে ফেলে চলে যান।
আকাশ নিউজ ডেস্ক 



















