আকাশ জাতীয় ডেস্ক:
করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা দেয়া রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পাঠানো খাবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর পান্থপথের একটি রেস্তোরাঁ থেকে পাঠানোর সময় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
মাদল নামের রেস্তোরাঁটির চিফ মার্কেটিং অফিসার মেহেদি মাসুদ জানান, রিকশায় করে ১০০টি প্যাকেটে হাসাপাতালটির ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য নাস্তা পাঠানো হচ্ছিল। সেখানে মূলত নুডলস ছিল। আচমকা মটরসাইকেলে করে দুই যুবক এসে খাবার ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনা আমরা পুলিশকে জানিয়েছি।
পুলিশি নিরাপত্তায় একই রেস্তোরাঁ থেকে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রাতের খাবার ইতিমধ্যে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে, সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু জানাতে পারেনি। এদিকে, খাবার ছিনতাইয়ের এমন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, যারা জেনে না জেনে স্বাস্থ্যকর্মীদের খাবার ছিনতাইয়ের মতো অপকর্ম ঘটিয়েছে তাদের চিকিৎসা কে করাবে?
আকাশ নিউজ ডেস্ক 



















