আকাশ স্পোর্টস ডেস্ক:
এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে বাংলাদেশের স্পিডস্টার তাসকিন আহমেদ।
বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই না হওয়ায় তাকে নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ইনজুরিগত কারণে খেলা থেকে ছিটকে থাকার মাশুল গুনতে হয়েছে তাকে। তাছাড়া ইনজুরি কাটিয়ে ২২ গজে ফিরে নিজের জাত চেনাতে ব্যর্থ হয়েছেন তিনি।
যদিও এক্ষেত্রে সে সময়টুকুও পাননি তাসকিন। তবে চলতি প্রিমিয়ার লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার পারফরম্যান্স অনেকটাই হতাশ করেছিল ক্রিকেটবোদ্ধাদের।
সেদিন উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে নেমে বল হাতে খুব খরচে হয়েছিলেন তাসকিন। পাঁচ ওভার বল করে ৩৬ রান খরচ করে বসেন। উইকেটেরও দেখা মেলেনি সেদিন।
বিশ্বকাপের টিকিট না মেলায় সবার সামনেই কেঁদেছিলেন তাসকিন।
এমন পরিস্থিতিতে বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন, খেলার মধ্যেই থাকো। এখনও সব আশা শেষ হয়ে যায়নি। মন খারাপ করার কিছু নেই। সুযোগ এসেও যেতে পারে।
বিসিবিপ্রধানের সেই ভরসাতেই যেন জ্বলে উঠলেন তাসকিন। মাঠে নেমে পুনরায় নিজের সেরা ছন্দের আভাস দিলেন তিনি। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ইনিংস একাই গুঁড়িয়ে দিলেন ২৪ বছর বয়সী এই পেসার।
আজ বিকেএসপির মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ২০৫ রানে অলআউট হয়েছে প্রাইম দোলেশ্বর।
সর্বোচ্চ রান সংগ্রাহক সৈকতসহ সাঈফ হাসান, তাইবুর পারভেজ ও অধিনায়ক মার্শাল আইয়্যুবকে সাজঘরে ফিরিয়ে দেন তাসকিন। ৯ ওভারের স্পেলে ৫৪ রানের খরচায় ৪টি উইকেট শিকার করেছেন।
দলের পক্ষে সর্বোচ্চ এবং গুরুত্বপূর্ণ উইকেটগুলোর বিদায় হয় তাসকিনের বলিং তোপে পড়েই।
তাসকিন ছাড়াও মোহাম্মদ শহীদ ৩ এবং রিশি ধাওয়ান ২টি উইকেট নিয়েছেন।
তাসকিনের এই ফিরে আসা যেন তার ফিটনেস ফিরে পাওয়ারই বড় ধরনের ইঙ্গিত।
আকাশ নিউজ ডেস্ক 



















