ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের আবারও বিক্ষোভে নামার ডাক রেজা পাহলভির, মেলেনি সাড়া মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

কিশোরগঞ্জ সদর আসনে সৈয়দ আশরাফই শেষ কথা

অাকাশ জাতীয় ডেস্ক: 

অনিশ্চয়তা ও অবিশ্বাসের অবসান ঘটিয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসাধীন দলের প্রেসিডিয়াম সদস্য এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়নই চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ-১ আসন থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি, অন্য তিন জাতীয় নেতার সঙ্গে ঢাকার কেন্দ্রীয় কারাগারে শহীদ কিশোরগঞ্জের জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের বড় ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি দীর্ঘদিন লন্ডনে কাটিয়ে ১৯৯৬ সালে ফিরে এসে কিশোরগঞ্জ-১ (সদর) আসন থেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।

তারপর একে একে ৪ বার কিশোরগঞ্জ-১ (সদর) এবং সংস্কারকৃত কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

শহীদ পিতা সৈয়দ নজরুল ইসলামের উত্তরাধিকার আর আস্থা ও বিশ্বাসের স্থান থেকে তিনি প্রথমে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এবং পরে দলের মুখপাত্র এমনকি সাধারণ সম্পাদকের দায়িত্বপালনের পাশাপাশি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্বপালন করে বর্তমানে জনপ্রশাসনমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

২০১৭ সালের ২৩ অক্টোবর দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে প্রিয় সহধর্মিণী শিলা ইসলাম মারা গেলে মানসিকভাবে ভেঙে পড়েন স্বল্প ও মিষ্টভাষী নেতা সৈয়দ আশরাফুল ইসলাম।

কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেও ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রায় চার মাস আগে তাকে চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয়। এখনো তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

গুরুতর অসুস্থতাজনিত কারণে তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে তার সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক সহকারী মশিউর রহমান হুমায়ুনকে রেখে দলীয় মনোনয়নপত্র কেনা হয়।

সময়মতো থাইল্যান্ড থেকে টিপসই এনে মনোনয়নপত্র জমা দেয়া হয়। ফলে এ আসনে আওয়ামী লীগ দলীয় দু’জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়ে। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণায় এ বিতর্কের অবসান ঘটল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

কিশোরগঞ্জ সদর আসনে সৈয়দ আশরাফই শেষ কথা

আপডেট সময় ০৭:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক: 

অনিশ্চয়তা ও অবিশ্বাসের অবসান ঘটিয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসাধীন দলের প্রেসিডিয়াম সদস্য এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়নই চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ-১ আসন থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি, অন্য তিন জাতীয় নেতার সঙ্গে ঢাকার কেন্দ্রীয় কারাগারে শহীদ কিশোরগঞ্জের জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের বড় ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি দীর্ঘদিন লন্ডনে কাটিয়ে ১৯৯৬ সালে ফিরে এসে কিশোরগঞ্জ-১ (সদর) আসন থেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।

তারপর একে একে ৪ বার কিশোরগঞ্জ-১ (সদর) এবং সংস্কারকৃত কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

শহীদ পিতা সৈয়দ নজরুল ইসলামের উত্তরাধিকার আর আস্থা ও বিশ্বাসের স্থান থেকে তিনি প্রথমে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এবং পরে দলের মুখপাত্র এমনকি সাধারণ সম্পাদকের দায়িত্বপালনের পাশাপাশি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্বপালন করে বর্তমানে জনপ্রশাসনমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

২০১৭ সালের ২৩ অক্টোবর দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে প্রিয় সহধর্মিণী শিলা ইসলাম মারা গেলে মানসিকভাবে ভেঙে পড়েন স্বল্প ও মিষ্টভাষী নেতা সৈয়দ আশরাফুল ইসলাম।

কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেও ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রায় চার মাস আগে তাকে চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয়। এখনো তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

গুরুতর অসুস্থতাজনিত কারণে তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে তার সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক সহকারী মশিউর রহমান হুমায়ুনকে রেখে দলীয় মনোনয়নপত্র কেনা হয়।

সময়মতো থাইল্যান্ড থেকে টিপসই এনে মনোনয়নপত্র জমা দেয়া হয়। ফলে এ আসনে আওয়ামী লীগ দলীয় দু’জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়ে। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণায় এ বিতর্কের অবসান ঘটল।