অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হল। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
সোমবার সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের হালডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মুন্সীগঞ্জের গজারিয়া থানার লক্ষ্মীপুর গ্রামের সর্জেন্ট (অব.) মিজানুর রহমান (৫৫), সিরাজগঞ্জের তাড়াশ থানার গুলটাবাজার এলাকার মো. নাজিম উদ্দিন (৬০) এবং একই এলাকার আবদুস সামাদ (৬৫)। নিহত অন্য দুজনের পরিচয় জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই মো. শহীদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে হালডোবা এলাকায় গাজীপুরগামী একটি বাস এবং বিপরীতগামী একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং অন্তত সাতজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরও দুজনকে মৃত বলে ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















