ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের আবারও বিক্ষোভে নামার ডাক রেজা পাহলভির, মেলেনি সাড়া মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

ভালো ছেলে হতে গেলে ম্যাচ জেতা যাবে না: ক্লার্ক

আকাশ স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়া সফরে আছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলিদের এই সফরকে সাবেক তারকা ক্রিকেটারদের অনেকেই অগ্নিপরীক্ষা হিসেবেই মনে করছেন।

সফরের আগে থেকেই দুই দলের ক্রিকেটারদের মধ্যকার স্লেজিং নিয়ে অনেক কথা হচ্ছে। অস্ট্রেলিয়ানরা স্বভাবতই একটু বেশি আগ্রাসী। ভারতের বিপক্ষে অজি ক্রিকেটারদের সেই আগ্রাসী মনোভাব দেখানোর পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ৪৭টি টেস্ট এবং ৭৪টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেয়া সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, ‘পছন্দের দল হওয়ার দুশ্চিন্তা বাদ দিয়ে কীভাবে প্রতি পক্ষের সমীহ আদায় করা যায় আমাদের সেই চিন্তা করতে হবে। কারো ভালো লাগুক বা না লাগুক, আমি চাই অস্ট্রেলিয়া আগ্রাসী ক্রিকেট খেলুক। এটা আমাদের রক্তে মিসে আছে। এটা ছেড়ে দিলে হয়তো আমাদের সবাই ভালোবাসতে পারে। কিন্তু আর ম্যাচ জেতা হবে না।’

বল টেম্পারিংয়ের অভিযোগে এক বছরে জন্য নিষিদ্ধ অস্ট্রেলিয়ার সাবেক সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারের প্রশংসা করে ক্লার্ক বলেন, ‘চোখে চোখ রেখে তর্ক করা, ওয়ার্নারের স্টাইল। অধিনায়ক হিসেবে আমি ওকে সব সময় দলে চাইতাম। কারণ, ও সেই আগ্রাসনটা দলের মধ্যে আনত, যেটা আমি চাইতাম। ওয়ার্নার ক্রিকেটে ফিরে এলে ওকে স্লেজিং ছেড়ে দিতে বললেও সে পারবে না। কারণ, আগ্রাসনই ওয়ার্নারকে ভাল খেলতে সাহায্য করে।’

সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি বলেছিলেন, ‘অস্ট্রেলিয়াকে সেই চেনা আগ্রাসী মেজাজে দেখতে না পেয়ে ভালো লাগেনি। আগ্রাসনের অভাবটা হয়তো ওদের পারফরম্যান্সেও প্রভাব ফেলছে। আগের অস্ট্রেলিয়াই বোধ হয় ভালো ছিল।ওরা মাঠে নামলে একটা লড়াইয়ের ভাব থাকত।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (১-১) ড্র করেছে ভারত। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে কোহলিদের অস্ট্রেলিয়া সফর শেষ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভালো ছেলে হতে গেলে ম্যাচ জেতা যাবে না: ক্লার্ক

আপডেট সময় ১০:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়া সফরে আছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলিদের এই সফরকে সাবেক তারকা ক্রিকেটারদের অনেকেই অগ্নিপরীক্ষা হিসেবেই মনে করছেন।

সফরের আগে থেকেই দুই দলের ক্রিকেটারদের মধ্যকার স্লেজিং নিয়ে অনেক কথা হচ্ছে। অস্ট্রেলিয়ানরা স্বভাবতই একটু বেশি আগ্রাসী। ভারতের বিপক্ষে অজি ক্রিকেটারদের সেই আগ্রাসী মনোভাব দেখানোর পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ৪৭টি টেস্ট এবং ৭৪টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেয়া সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, ‘পছন্দের দল হওয়ার দুশ্চিন্তা বাদ দিয়ে কীভাবে প্রতি পক্ষের সমীহ আদায় করা যায় আমাদের সেই চিন্তা করতে হবে। কারো ভালো লাগুক বা না লাগুক, আমি চাই অস্ট্রেলিয়া আগ্রাসী ক্রিকেট খেলুক। এটা আমাদের রক্তে মিসে আছে। এটা ছেড়ে দিলে হয়তো আমাদের সবাই ভালোবাসতে পারে। কিন্তু আর ম্যাচ জেতা হবে না।’

বল টেম্পারিংয়ের অভিযোগে এক বছরে জন্য নিষিদ্ধ অস্ট্রেলিয়ার সাবেক সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারের প্রশংসা করে ক্লার্ক বলেন, ‘চোখে চোখ রেখে তর্ক করা, ওয়ার্নারের স্টাইল। অধিনায়ক হিসেবে আমি ওকে সব সময় দলে চাইতাম। কারণ, ও সেই আগ্রাসনটা দলের মধ্যে আনত, যেটা আমি চাইতাম। ওয়ার্নার ক্রিকেটে ফিরে এলে ওকে স্লেজিং ছেড়ে দিতে বললেও সে পারবে না। কারণ, আগ্রাসনই ওয়ার্নারকে ভাল খেলতে সাহায্য করে।’

সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি বলেছিলেন, ‘অস্ট্রেলিয়াকে সেই চেনা আগ্রাসী মেজাজে দেখতে না পেয়ে ভালো লাগেনি। আগ্রাসনের অভাবটা হয়তো ওদের পারফরম্যান্সেও প্রভাব ফেলছে। আগের অস্ট্রেলিয়াই বোধ হয় ভালো ছিল।ওরা মাঠে নামলে একটা লড়াইয়ের ভাব থাকত।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (১-১) ড্র করেছে ভারত। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে কোহলিদের অস্ট্রেলিয়া সফর শেষ হবে।