ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : শফিকুল আলম কারচুপির খেলা খেলার স্পর্ধা যেন কোনো রাজনৈতিক দল না দেখায়: রুমিন ফারহানার হুঁশিয়ারি সবকিছুর মালিক আল্লাহ, কেউ কেউ বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে : তারেক রহমান বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল: মির্জা ফখরুল ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না : আবুল কালাম শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প আত্মসাৎ: ৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

ডিএসইতে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন তলানিতে নেমেছে। এদিন ডিএসইতে ৩৭৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। সোমবার ডিএসইতে চলতি বছরের সব থেকে বড় দরপতন হওয়ার পর এদিন মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইর পাশাপাশি লেনদেনে খরা দেখা দিয়েছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। আর ডিএসইতে মূল্যসূচক সামান্য বাড়লেও সিএসইতে কমেছে। অবশ্য যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, দুই বাজারেই কমেছে তার থেকে বেশি।

এদিকে দরপতনের হাত থেকে বেরিয়ে আসার লক্ষ্যে মঙ্গলবার সকালে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) জরুরি বেঠকে বসে পুঁজিবাজারসংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, বন্ড বিক্রির দুই হাজার কোটি টাকা আগামী সপ্তাহ থেকেই শেয়ারবাজারে বিনিয়োগ করবে আইসিবি।

শেয়ারবাজারে লেনদেন চলাকালীনই আইসিবির বিনিয়োগের এই সুখবর আসে। তবে বাজারে সুখবরটি খুব একটা প্রভাব ফেলতে পারেনি। যে কারণে একপর্যায়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ পয়েন্টের ওপরে বেড়ে গেলেও শেষ পর্যন্ত তা অব্যাহত থাকেনি।

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৪০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৩৫ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৫৫ কোটি ৮৮ লাখ টাকা। এদিন ডিএসইতে শুধু লেনদেনই কমেনি, চলতি বছরের ৩১ মে’র পর বাজারটিতে সর্বনিম্ন লেনদেন হয়েছে। ৩১ মে ডিএসইতে লেনদেন হয় ৩৬১ কোটি ৮৮ লাখ টাকা। এরপর মঙ্গলবারের আগ পর্যন্ত ডিএসইতে আর ৩৮০ কোটি টাকার নিচে লেনদেন হয়নি।

গত ছয় কার্যদিবসে ডিএসইতে লেনদেনের পরিমাণ অব্যাহতভাবে কমেছে। ১৭ অক্টোবর বাজারটিতে লেনদেন হয়েছিল ৫১১ কোটি টাকা। সে হিসাবে মঙ্গলবার পর্যন্ত লেনদেন কমেছে ১২২ কোটি টাকা। ১৮ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৭৬ কোটি টাকা, ২১ অক্টোবর ৪৪০ কোটি টাকা এবং ২২ আক্টোবর ৪৩৫ কোটি টাকা। মূলত লেনদেনের শেষ ঘণ্টায় এসে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম পড়তে থাকে। ফলে ডিএসইতে এদিন লেনদেনে অংশ নেয়া ১৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৫৪টি। আর ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের এমন দাম কমার পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় দশমিক ৭১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুটি মূল্যসূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ডেল্টা লাইফের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা কেপিসিএলের ১৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সামিট পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে- গ্রামীণফোন, ড্রাগন সোয়েটার, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, বিবিএস ক্যাবলস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বেক্সিমকো এবং মুন্নু সিরামিক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ২৬ পয়েন্ট কমে ৯ হাজার ৭৭৩ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪১টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রিনল্যান্ডের দাম ১ বিলিয়ন ডলার, ট্রাম্পের হয়ে ডেনমার্ককে পুতিনের খোঁচা

ডিএসইতে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

আপডেট সময় ০৯:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন তলানিতে নেমেছে। এদিন ডিএসইতে ৩৭৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। সোমবার ডিএসইতে চলতি বছরের সব থেকে বড় দরপতন হওয়ার পর এদিন মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইর পাশাপাশি লেনদেনে খরা দেখা দিয়েছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। আর ডিএসইতে মূল্যসূচক সামান্য বাড়লেও সিএসইতে কমেছে। অবশ্য যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, দুই বাজারেই কমেছে তার থেকে বেশি।

এদিকে দরপতনের হাত থেকে বেরিয়ে আসার লক্ষ্যে মঙ্গলবার সকালে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) জরুরি বেঠকে বসে পুঁজিবাজারসংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, বন্ড বিক্রির দুই হাজার কোটি টাকা আগামী সপ্তাহ থেকেই শেয়ারবাজারে বিনিয়োগ করবে আইসিবি।

শেয়ারবাজারে লেনদেন চলাকালীনই আইসিবির বিনিয়োগের এই সুখবর আসে। তবে বাজারে সুখবরটি খুব একটা প্রভাব ফেলতে পারেনি। যে কারণে একপর্যায়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ পয়েন্টের ওপরে বেড়ে গেলেও শেষ পর্যন্ত তা অব্যাহত থাকেনি।

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৪০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৩৫ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৫৫ কোটি ৮৮ লাখ টাকা। এদিন ডিএসইতে শুধু লেনদেনই কমেনি, চলতি বছরের ৩১ মে’র পর বাজারটিতে সর্বনিম্ন লেনদেন হয়েছে। ৩১ মে ডিএসইতে লেনদেন হয় ৩৬১ কোটি ৮৮ লাখ টাকা। এরপর মঙ্গলবারের আগ পর্যন্ত ডিএসইতে আর ৩৮০ কোটি টাকার নিচে লেনদেন হয়নি।

গত ছয় কার্যদিবসে ডিএসইতে লেনদেনের পরিমাণ অব্যাহতভাবে কমেছে। ১৭ অক্টোবর বাজারটিতে লেনদেন হয়েছিল ৫১১ কোটি টাকা। সে হিসাবে মঙ্গলবার পর্যন্ত লেনদেন কমেছে ১২২ কোটি টাকা। ১৮ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৭৬ কোটি টাকা, ২১ অক্টোবর ৪৪০ কোটি টাকা এবং ২২ আক্টোবর ৪৩৫ কোটি টাকা। মূলত লেনদেনের শেষ ঘণ্টায় এসে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম পড়তে থাকে। ফলে ডিএসইতে এদিন লেনদেনে অংশ নেয়া ১৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৫৪টি। আর ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের এমন দাম কমার পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় দশমিক ৭১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুটি মূল্যসূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ডেল্টা লাইফের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা কেপিসিএলের ১৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সামিট পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে- গ্রামীণফোন, ড্রাগন সোয়েটার, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, বিবিএস ক্যাবলস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বেক্সিমকো এবং মুন্নু সিরামিক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ২৬ পয়েন্ট কমে ৯ হাজার ৭৭৩ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪১টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৩৭টির।