ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের আবারও বিক্ষোভে নামার ডাক রেজা পাহলভির, মেলেনি সাড়া মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

আবারও ব্যর্থ সৌম্য সরকার

আকাশ স্পোর্টস ডেস্ক:

এক বছর পর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি সৌম্য সরকার। ওপেনিংয়ে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে শূন্য রানে ফেরেন তিনি।

দলীয়৫ রানে জুনায়েদ খানের বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। তার উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ দল।

পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না সাকিব আল হাসান। তার আঙুলে চিড় ধরেছে। বিশ্বসেরা এ অলরাউন্ডারের পরিবর্তে খেলছেন মুমিনুল হক সৌরভ।

এছাড়া নাজমুল ইসলাম অপুর পরিবর্তে খেলছেন অভিজ্ঞ পেস বোলার রুবেল হোসেন।

প্রায় এক বছর পর ওয়ানডে দলে সুযোগ পেলেন তিনি। সর্বশেষ ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইস্ট লন্ডনে খেলেছিলেন।

সর্বশেষ ছয়টি ওয়ানডেতে সৌম্যর রান যথাক্রমে ০, ২৮, ৩, ৩,০ ও ৮। এমন বাজে পারফরম্যান্সের কারণেই দল থেকে বাদ পড়েছেলেন।

তবে এশিয়া কাপে তামিম ইকবালের ইনজুরির কারণে ওপেনিংয়ে সুযোগ পাওয়া তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত প্রত্যাশিত ব্যাটিং করতে না পারায় আজকের ম্যাচে সৌম্যকে সুযোগ দেয়া হয়েছে। টিম ম্যানেজ ম্যান্টের প্রত্যাশা লম্বা সময় পর জাতীয় দলে ফিরে নিজেকে প্রমাণ করতে পারবেন সৌম্য।

দীর্ঘদিন ধরেই ওপেনিং সমস্যায় ভুগছে বাংলাদেশ দল। এক পাশে তামিম ইকবাল খেলে গেলেও অন্যপ্রান্তে তাকে সেভাবে সঙ্গ দিতে পারছেন না কেউ। এশিয়া কাপে তামিম চোট পাওয়ায় ওপেনিং সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে।

তামিম ছাড়া ওপেনিংয়ে ছন্নছাড়া অবস্থা। এশিয়া কাপের সর্বশেষ তিন ম্যাচে উদ্বোধনী জুটি ভাঙে ১৬, ১৫ ও ১৫ রানে। বিশ্লেষকরা বলে থাকেন ইনিংসের শুরুটা ভালো না হলে পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন হয়ে যায়। বাস্তবে তাই হয়েছে। শুরুতে এমন ধাক্কার কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়াও সম্ভব হয়নি। গ্রুপপর্বের ষষ্ঠ এবং সুপার ফোরের প্রথম খেলায় আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে ১৩৬ ও ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।

ওপেনিংয়ের এই সমস্যা কাটিয়ে উঠতে টুর্নামেন্টের মাঝপথে ঢাকা থেকে উড়িয়ে নেয়া হয় দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে। আগে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ছয় নম্বর পজিশনের ব্যাট করে অসাধারণ খেলেছেন ইমরুল কায়েস। এশিয়া কাপের সর্বশেষ তিন ম্যাচে ৬, ৭ ও ৭ রানে আউট হওয়া তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্তকে বিশ্রাম দিয়ে দলে নেয়া হয়েছে সৌম্যকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আবারও ব্যর্থ সৌম্য সরকার

আপডেট সময় ০৫:৫৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

এক বছর পর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি সৌম্য সরকার। ওপেনিংয়ে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে শূন্য রানে ফেরেন তিনি।

দলীয়৫ রানে জুনায়েদ খানের বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। তার উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ দল।

পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না সাকিব আল হাসান। তার আঙুলে চিড় ধরেছে। বিশ্বসেরা এ অলরাউন্ডারের পরিবর্তে খেলছেন মুমিনুল হক সৌরভ।

এছাড়া নাজমুল ইসলাম অপুর পরিবর্তে খেলছেন অভিজ্ঞ পেস বোলার রুবেল হোসেন।

প্রায় এক বছর পর ওয়ানডে দলে সুযোগ পেলেন তিনি। সর্বশেষ ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইস্ট লন্ডনে খেলেছিলেন।

সর্বশেষ ছয়টি ওয়ানডেতে সৌম্যর রান যথাক্রমে ০, ২৮, ৩, ৩,০ ও ৮। এমন বাজে পারফরম্যান্সের কারণেই দল থেকে বাদ পড়েছেলেন।

তবে এশিয়া কাপে তামিম ইকবালের ইনজুরির কারণে ওপেনিংয়ে সুযোগ পাওয়া তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত প্রত্যাশিত ব্যাটিং করতে না পারায় আজকের ম্যাচে সৌম্যকে সুযোগ দেয়া হয়েছে। টিম ম্যানেজ ম্যান্টের প্রত্যাশা লম্বা সময় পর জাতীয় দলে ফিরে নিজেকে প্রমাণ করতে পারবেন সৌম্য।

দীর্ঘদিন ধরেই ওপেনিং সমস্যায় ভুগছে বাংলাদেশ দল। এক পাশে তামিম ইকবাল খেলে গেলেও অন্যপ্রান্তে তাকে সেভাবে সঙ্গ দিতে পারছেন না কেউ। এশিয়া কাপে তামিম চোট পাওয়ায় ওপেনিং সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে।

তামিম ছাড়া ওপেনিংয়ে ছন্নছাড়া অবস্থা। এশিয়া কাপের সর্বশেষ তিন ম্যাচে উদ্বোধনী জুটি ভাঙে ১৬, ১৫ ও ১৫ রানে। বিশ্লেষকরা বলে থাকেন ইনিংসের শুরুটা ভালো না হলে পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন হয়ে যায়। বাস্তবে তাই হয়েছে। শুরুতে এমন ধাক্কার কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়াও সম্ভব হয়নি। গ্রুপপর্বের ষষ্ঠ এবং সুপার ফোরের প্রথম খেলায় আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে ১৩৬ ও ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।

ওপেনিংয়ের এই সমস্যা কাটিয়ে উঠতে টুর্নামেন্টের মাঝপথে ঢাকা থেকে উড়িয়ে নেয়া হয় দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে। আগে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ছয় নম্বর পজিশনের ব্যাট করে অসাধারণ খেলেছেন ইমরুল কায়েস। এশিয়া কাপের সর্বশেষ তিন ম্যাচে ৬, ৭ ও ৭ রানে আউট হওয়া তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্তকে বিশ্রাম দিয়ে দলে নেয়া হয়েছে সৌম্যকে।