অাকাশ বিনোদন ডেস্ক:
বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাস। ‘বাহুবলী’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন এই অভিনেতা। বক্স অফিসের সব রেকর্ড ভেঙেছে প্রভাসের ‘বাহুবলী’। এবার পারিশ্রমিকের রেকর্ডও ভাঙছেন এই অভিনেতা।
‘বাহুবলী’র ব্যাপক সাফল্যের পর একের পর এক পরিচালকরা তাদের সিনেমায় প্রভাসকে রাখার জন্য অপেক্ষায় রয়েছেন। আর এই সুযোগে নিজের পারিশ্রমিকটা আরও বাড়িয়ে নিয়েছেন তিনি।
‘বাহুবলী’র পর প্রভাসের নতুন প্রজেক্ট হল ‘সাহো’। এই সিনেমায় একেবারে নতুন লুকে হাজির হবেন প্রভাস। অ্যাকশনের এই সিনেমায় প্রভাসের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপূরকে।
সিনেমাটির জন্য প্রভাস পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ৩০ কোটি রূপি। অথচ সুপারহিট ‘বাহুবলী’ সিনেমায় পারিশ্রমিক হিসেবে প্রভাস নিয়েছেন ২৫ কোটি রূপি।
‘সাহো’ সিনেমার শুটিং এরইমধ্যে শুরু হয়েছে। আগামী বছরের দিকে বিগ বাজেটের এই সিনেমাটি মুক্তি পাবে। তিনটি ভাষায় (তেলেগু, তামিল ও হিন্দি) মুক্তি পাবে প্রভাসের ‘সাহো’। সিনেমায় আরও অভিনয় করবেন নীল নিতিন মুকেশ ও চাঙ্কি পান্ডে। সিনেমার শুটিং হবে আবুধাবি, ইউরোপ, মুম্বাই ও হায়দ্রাবাদে।
আকাশ নিউজ ডেস্ক 






















