অাকাশ বিনোদন ডেস্ক:
‘রেস-থ্রি’ সিনেমায় সালমান খান অভিনয় করবেন এটা পুরনো খবর। নতুন খবর হল সিনেমাটিতে পরবর্তী নায়িকা চরিত্র অভিনয় করবেন ডেইজি শাহ।
জানা গেছে, ‘রেস-থ্রি’ সিনেমায় তিনটি নারী চরিত্র থাকছে। এর মধ্যে একটি চরিত্রে ডেইজি শাহকে নিয়েছেন সালমান খান ও প্রযোজক রমেশ তাওরানি। সিনেমায় আরো দু’জন প্রথম সারির নায়িকাকে নেয়া হবে। সবকিছু ঠিক থাকলে এটি হবে সালমান খানের সঙ্গে ডেইজি শাহ’র দ্বিতীয় সিনেমা।
এর আগে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘জয় হো’ সিনেমায় সালমানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ডেইজি।
আকাশ নিউজ ডেস্ক 






















