অাকাশ জাতীয় ডেস্ক:
আমেরিকা সফর শেষে দেশে ফিরে সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে আমি জাতিসংঘে গিয়েছিলাম। জাতিসংঘের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলেছি। তারা এ ব্যাপারে কিছু জানতে চেয়েছে সেগুলো আমরা জানিয়েছি।
জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণের কথা বলে বিএনপি ‘প্রতারণা’ করেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার সাংবাদিকদের বলেন, জাতিসংঘের মহাসচিব বিএনপির মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছেন বলে তারা প্রচার করেছে; জাতিসংঘের সদর দফতর নিয়ে এ ধরনের ভাঁওতা ও প্রতারণা যারা জাতির সঙ্গে করে, তাদের নিয়ে কী বলব!?
বিএনপি এই সফরের মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে ক্ষমতাসীনদের বক্তব্যের পাল্টায় মির্জা ফখরুল বলেন, ‘জাতিসংঘের যে চার্টার আছে, সেই চার্টারের মধ্যে পরিষ্কার বলা আছে, সদস্য দেশের সরকার, বিরোধী দল, রাজনৈতিক দল, ব্যক্তি ও সংগঠনের যে কেউ তাদের যে কোনো বিষয় উত্থাপন করতে পারে।’
লন্ডনে তারেক রহমানে সঙ্গে সাক্ষাৎ হয়েছে কি না প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘হ্যাঁ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আমার লন্ডনে দেখা হয়েছে। আলোচনা হয়েছে দেশের পরিস্থিতি সম্পর্কে।’
জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল
আকাশ নিউজ ডেস্ক 



















