অাকাশ নিউজ ডেস্ক:
বাংলা নাটকের গৌড়জন সেলিম আল দীনের জন্মদিন ১৮ আগস্ট। বিশেষ এই দিনটিকে ঘিরে ৬ দিনব্যাপী ‘সেলিম আল দীন উৎসব’-এর আয়োজন করা হয়েছে। ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও সেলিম আল দীন ফাউন্ডেশনের আয়োজন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ১৮ থেকে ২৩ আগস্ট এই আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।
অনুষ্ঠানে নাট্যাচার্যের সমাধিতে শ্রদ্ধা অর্পণ, সেমিনার, সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেলিম আল দীন পদক-২০১৭ প্রদান, মীর মকসুদ উস সালেহীন-বজলুল করিম পদক-২০১৭ প্রদান ও ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক-২০১৭ প্রদান করা হবে। পাশাপাশি কয়েকটি নাটক ও পালা মঞ্চস্থ হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























