অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাস ও টমটমের সংঘর্ষে খালেদ হোসেন (২৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার টেকনাফ সড়কের রাজাপালং ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, টেকনাফ সড়কের রেড ক্রিসেন্টের মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী টমটমের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোহিঙ্গা যুবক খালেদ নিহত হন।
আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় হতাহতরা কুতুপালং ও বালুখালী ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা নাগরিক।
আকাশ নিউজ ডেস্ক 
























