ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসন সমঝোতা হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব আছে: নাহিদ ইসলাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল বিএনপি ক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: দুলু জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত, রাতে প্রার্থী ঘোষণা শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস আবারও ঢাকায় শিক্ষার্থীদের অবরোধ, মানুষের ভোগান্তি ‘আগামীতে যারা ক্ষমতায় যাবেন তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করেন’:নজরুল ইসলাম

এবার দুইশ কেন্দ্র দখলের অভিযোগ রিজভীর

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট নিয়ে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর অভিযোগও বেড়েছে। সকালে একই সংবাদ সম্মেলনে শুরুতে ৫০টি কেন্দ্র এবং পরে শতাধিক কেন্দ্র দখলের পর বিকালে দুই শতাধিক কেন্দ্র দখলের অভিযোগ এনেছেন তিনি।

বিকাল তিনটার দিকে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বলেন, ‘এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে গাজীপুরের নির্বাচনে দুইশর উপরে ভোট কেন্দ্র দখল করেছে আওয়ামী সন্ত্রাসীরা।’

‘বিএনপি নেতাকর্মীদের মারধর করে বের করে দেয়া হয়েছে, হাসিনা মার্কা নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না।’

এর আগে বেলা ১১টায় প্রথম সংবাদ সম্মেলন করেন রিজভী। এ সময় তিনি ৫০টি কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেয়ার অভিযোগ আনেন তিনি। পরমুহূর্তেই সংখ্যাটি হয়ে যায় শতাধিক।

বিকালের সংবাদ সম্মেলনে রিজভী বলেন, শেখ হাসিনা মার্কা নির্বাচনে বিরোধী দলের নেতাকর্মীদের রাতের ঘুম হারাম হয়ে যায়। তার পরও যারা যাবে তাদের মারধর করা হবে, এর পর তাদের গ্রেফতার করা হবে। এক অনাচারের বিভিষিকা তার অধীনের নির্বাচন।

রিজভী বলেন, শেখ হাসিনার অধীনের নিরৃবাচন সবগুলির সব নতুন মডেলের নির্বাচন হয়। শেখ হাসিনা ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন, জনগনের আকাঙ্খা পদদলিত করে জাল ভোট, ভোট ডাকাতি করে নিজের প্রার্থীকে জেতায়। এটাই হচ্ছে শেখ হাসিনা মার্কা নির্বাচন, যেখানে জনগনের ইচ্ছার প্রতিফলন ঘটে না। তিনি জনগণকে তাজ্য করার নির্বাচন উপহার দিচ্ছে।

নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন উল্লেখ করে রিজভী বলেন, বিবেকহীন নির্বাচন কমিশন এত কথা বললেন। খুলনার মতো পরিস্থিতি হবে না। কিন্তু গাজীপুরে সেটা ব্যাপক ভাবে হলো, এখন পর্যন্ত দুইশর উপরে কেন্দ্র দখল করে নিজেদের মতো সিল মারলো।

রিজভী বলেন, এই নির্বাচন কমিশনকে জনগনপর কাছে জবাব দিহি করতে হবে। কেউ এই নির্বাচন কমিশনকে বাচাতে পারবে না।

গাজীপুর সিটি নির্বাচনের বিভিন্ন অনিয়ম তুলে ধরে রিজভী বলেন, নির্বাচন কমিশন সম্পুর্ন রূপে ভোটারদের সাথে প্রতারনা ও বিশ্বাস ভঙ্গ করেছে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের মারধর করে, ব্যালট বাক্স ছিনতাই, প্রাথী বের করে কেন্দ্র দখল সব হয়েছে এই নির্বাচনে।

যেসব কেন্দ্র নিয়ে অভিযোগ

রিজভী দুই শতাধিক কেন্দ্র নিয়ে অভিযোগ করলেও নাম উল্লেখ করলেন অল্প কিছু কেন্দ্রের।

বিএনপি নেতা বলেন, ১৪ নং ওয়াডের বাসন সরকারি মহাবিদ্যালয়ের সকল এজেন্ট বের করে দেয়া হয়ছে। মকবুল মাদ্রাসার ছয়টি বুথ দখল করা হয়ছে।

‘জোড়ার পারে নয়টি বুথ, বসুরা মক্তব মাদ্রাসায় সাতটি বুথ দখল করা হয়েছে।’

‘তাকবিয়াতুল ইসলাম মাদ্রাসায় সব কটি, শরিফপুরে চারটি কেন্দ্র, অনন্ত মডেল কিন্ডার গার্টেনে সবগুলো, আব্দুর রহমান মেমোরিয়াল স্কুলের আটটি, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের সবগুলি কেন্দ্র দখল করা হয়েছে।’

‘২৬ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী হান্নান মিয়া হান্নুর ওপর সরকারি বাহীনি হামলা করেছে।’

‘৩৬ নং ওয়র্ডে পাঁচটি কেন্দ্রে ১৪০ এজেন্টকে বের করে দিয়ে সিল মারা হয়েছে।’

‘৪১ নং ওয়ার্ডে পাঁচটি বুথ এবং ৪২ নং ভোটারদের সাথে পুলিশের সংঘর্ষ হয়।’

‘৪৪ নং ওয়ার্ডে নয়টি বুথ, ৪৮ নং ওয়াডে পাঁচটি বুথ ৪৯ নং ওয়াডের জাগরনী স্কুলে ছয়টি বুথ দখল করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার দুইশ কেন্দ্র দখলের অভিযোগ রিজভীর

আপডেট সময় ০৪:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট নিয়ে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর অভিযোগও বেড়েছে। সকালে একই সংবাদ সম্মেলনে শুরুতে ৫০টি কেন্দ্র এবং পরে শতাধিক কেন্দ্র দখলের পর বিকালে দুই শতাধিক কেন্দ্র দখলের অভিযোগ এনেছেন তিনি।

বিকাল তিনটার দিকে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বলেন, ‘এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে গাজীপুরের নির্বাচনে দুইশর উপরে ভোট কেন্দ্র দখল করেছে আওয়ামী সন্ত্রাসীরা।’

‘বিএনপি নেতাকর্মীদের মারধর করে বের করে দেয়া হয়েছে, হাসিনা মার্কা নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না।’

এর আগে বেলা ১১টায় প্রথম সংবাদ সম্মেলন করেন রিজভী। এ সময় তিনি ৫০টি কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেয়ার অভিযোগ আনেন তিনি। পরমুহূর্তেই সংখ্যাটি হয়ে যায় শতাধিক।

বিকালের সংবাদ সম্মেলনে রিজভী বলেন, শেখ হাসিনা মার্কা নির্বাচনে বিরোধী দলের নেতাকর্মীদের রাতের ঘুম হারাম হয়ে যায়। তার পরও যারা যাবে তাদের মারধর করা হবে, এর পর তাদের গ্রেফতার করা হবে। এক অনাচারের বিভিষিকা তার অধীনের নির্বাচন।

রিজভী বলেন, শেখ হাসিনার অধীনের নিরৃবাচন সবগুলির সব নতুন মডেলের নির্বাচন হয়। শেখ হাসিনা ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন, জনগনের আকাঙ্খা পদদলিত করে জাল ভোট, ভোট ডাকাতি করে নিজের প্রার্থীকে জেতায়। এটাই হচ্ছে শেখ হাসিনা মার্কা নির্বাচন, যেখানে জনগনের ইচ্ছার প্রতিফলন ঘটে না। তিনি জনগণকে তাজ্য করার নির্বাচন উপহার দিচ্ছে।

নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন উল্লেখ করে রিজভী বলেন, বিবেকহীন নির্বাচন কমিশন এত কথা বললেন। খুলনার মতো পরিস্থিতি হবে না। কিন্তু গাজীপুরে সেটা ব্যাপক ভাবে হলো, এখন পর্যন্ত দুইশর উপরে কেন্দ্র দখল করে নিজেদের মতো সিল মারলো।

রিজভী বলেন, এই নির্বাচন কমিশনকে জনগনপর কাছে জবাব দিহি করতে হবে। কেউ এই নির্বাচন কমিশনকে বাচাতে পারবে না।

গাজীপুর সিটি নির্বাচনের বিভিন্ন অনিয়ম তুলে ধরে রিজভী বলেন, নির্বাচন কমিশন সম্পুর্ন রূপে ভোটারদের সাথে প্রতারনা ও বিশ্বাস ভঙ্গ করেছে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের মারধর করে, ব্যালট বাক্স ছিনতাই, প্রাথী বের করে কেন্দ্র দখল সব হয়েছে এই নির্বাচনে।

যেসব কেন্দ্র নিয়ে অভিযোগ

রিজভী দুই শতাধিক কেন্দ্র নিয়ে অভিযোগ করলেও নাম উল্লেখ করলেন অল্প কিছু কেন্দ্রের।

বিএনপি নেতা বলেন, ১৪ নং ওয়াডের বাসন সরকারি মহাবিদ্যালয়ের সকল এজেন্ট বের করে দেয়া হয়ছে। মকবুল মাদ্রাসার ছয়টি বুথ দখল করা হয়ছে।

‘জোড়ার পারে নয়টি বুথ, বসুরা মক্তব মাদ্রাসায় সাতটি বুথ দখল করা হয়েছে।’

‘তাকবিয়াতুল ইসলাম মাদ্রাসায় সব কটি, শরিফপুরে চারটি কেন্দ্র, অনন্ত মডেল কিন্ডার গার্টেনে সবগুলো, আব্দুর রহমান মেমোরিয়াল স্কুলের আটটি, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের সবগুলি কেন্দ্র দখল করা হয়েছে।’

‘২৬ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী হান্নান মিয়া হান্নুর ওপর সরকারি বাহীনি হামলা করেছে।’

‘৩৬ নং ওয়র্ডে পাঁচটি কেন্দ্রে ১৪০ এজেন্টকে বের করে দিয়ে সিল মারা হয়েছে।’

‘৪১ নং ওয়ার্ডে পাঁচটি বুথ এবং ৪২ নং ভোটারদের সাথে পুলিশের সংঘর্ষ হয়।’

‘৪৪ নং ওয়ার্ডে নয়টি বুথ, ৪৮ নং ওয়াডে পাঁচটি বুথ ৪৯ নং ওয়াডের জাগরনী স্কুলে ছয়টি বুথ দখল করা হয়েছে।’