অাকাশ জাতীয় ডেস্ক:
যমুনা রেলসেতু নির্মাণ ও মাতারবাড়ি বন্দর উন্নয়নসহ ছয়টি বড় প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের সঙ্গে প্রায় ১৮০ কোটি ডলারের ঋণচুক্তি করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার ঢাকায় জাপান দূতাবাসের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়নসহযোগী জাপানের সঙ্গে একক প্যাকেজে এটাই সবচেয়ে বড় ঋণচুক্তি।
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি ও ইআরডি সচিব কাজী শফিকুল আযম স্ব-স্ব দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে- ঢাকা মাস র্যাপিড ট্রানজিটের আলাদা দুটি লাইন নির্মাণ, মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং স্বাস্থ্যসেবা জোরদার।
জাইকার প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা ও শফিকুল আযম সংশ্লিষ্ট একটি ঋণচুক্তিতে সই করেন। ২০১২ সাল থেকে বাংলাদেশের দ্বিপক্ষীয় সর্ববৃহৎ একক উন্নয়ন অংশীদারে পরিণত হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















